আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধের আবহেই বিস্ফোরক দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাফ বলে দিলেন যে,"পুতিন খুব তাড়াতাড়ি মারা যাবেন।" পুতিনের স্বাস্থ্য নিয়ে ক্রমাগত গুজবের মধ্যে ২৬শে মার্চ প্যারিসে ইউরোপীয় সাংবাদিকদের এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি এই মন্তব্য করেন। চলমান সংঘাত এবং রুশ প্রেসিডেন্টের স্বাস্ত্যগত অবস্থা পরিপ্রেক্ষিতে জেলেনস্কির মনত্ব ঝড় তুলে দিয়েছে।

তবে, কীসের ভিত্তিতে এই দাবি তিনি করছেন বা কোন সূত্রে তিনি এতটা নিশ্চিত হচ্ছেন, সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি ইউক্রেন প্রেসিডেন্ট।

২০২৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক নানা সংবাদমাধ্যম দাবি করে যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এমনকি, রুশ প্রেসিডেন্ট আদৌ বেঁচে রয়েছেন কিনা, তা নিয়েও প্রশ্ন তুলে সমাজ মাধ্যমে পোস্ট করছিলেন কেউ কেউ। কিন্তু সমস্ত গুঞ্জন উড়িয়ে দেয় ক্রেমলিন। বিবৃতি দিয়ে জানানো হয় যে, রাশিয়ার প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ রয়েছেন। 

অতিক্রান্ত তিন বছর, কিন্তু এখনএও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দু'দেশের এই সংঘাত থামানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আমেরিকা। শর্ত সাপেক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে কিয়েভ ও মস্কো। কিন্তু হামলা পালটা হামলা, রক্তপাত জারি রয়েছে। এর মধ্যেই ফ্রান্স সফরে গিয়ে মারাত্মক দাবি করে বসলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। নিজের দাবি সত্য বলে দাবি তাঁর। পাশাপাশি জানিয়েছেন যে, পুতিন শেষ হলেই যুদ্ধেরও শেষ হবে।