আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। বাড়ির উপর ভেঙে পড়ল আস্ত বিমান। দুর্ঘটনায় বিমানের সকল যাত্রীর মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর আহত হননি দুর্ঘটনাগ্রস্ত বাড়ির সদস্যরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টা ২০ মিনিটে বিমান দুর্ঘটনাটি ঘটেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এসওসিএটিএ টিবিএম৭ নামের বিমানটি আইওয়ার ডেস মইনস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিনেসোটার আনোকা কাউন্টি ব্লেইন বিমানবন্দরে যাচ্ছিল। যাওয়ার পথে মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি বাড়ির উপর ভেঙে পড়ে।
আরও জানা গেছে, বিমানটি আকারে ছোট ছিল। সম্ভবত তাতে তিনজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে মৃতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। এদিকে যে বাড়ির উপরে বিমানটি ভেঙে পড়েছিল, তাতে দাউদাউ আগুন জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গাছেও। বাড়ির সদস্যদের ইতিমধ্যেই উদ্ধার করা গেছে। তাঁরা কেউ গুরুতর আহত হননি।
ব্রুকলিন পার্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান শন কনওয়ে জানিয়েছেন, বিমানের সকল যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তবে বাড়ির কোনও বাসিন্দা প্রাণ হারাননি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। বাড়ির বাসিন্দাদের নিরাপদে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বিমানের ধ্বংসাবশেষ এনে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তাতে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে শিগগিরই।
