আজকাল ওয়েবডেস্ক: ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগাঁও-এ সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর, মূল ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান।
লাহোরের জনবসতিপূর্ণ জোহর টাউনের বাড়ি ঘিরে এখন ২৪ ঘণ্টা পাক সেনা ও গোয়েন্দা সংস্থার নজরদারি চলছে। ড্রোনের মাধ্যমে আকাশপথে নজর রাখা হচ্ছে, ৪ কিলোমিটার এলাকার মধ্যে বসানো হয়েছে হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ।
সূত্র জানায়, হামলার দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (TRF), তবে ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস, এর মূল পরিকল্পক হাফিজ সইদ নিজেই।
এক রিপোর্টে স্যাটেলাইট ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে হাফিজ সইদের বিলাসবহুল বাড়ি, একটি বড় মসজিদ ও মাদ্রাসা এবং একটি নতুন নির্মিত ব্যক্তিগত পার্ক দেখা গেছে। এসবের মাঝে পাক সেনা পাহারায় হাফিজ সইদ স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সইদের বিরুদ্ধে ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার রয়েছে, অথচ তিনি প্রকাশ্যেই বসবাস করছেন। পাকিস্তান সরকার দাবি করলেও, যে তিনি সন্ত্রাসে অর্থ যোগানোর মামলায় জেলে, বাস্তবে তার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে কার্যত ছাড়পত্র দিয়ে চলা হচ্ছে বলে অভিযোগ।
২০২১ সালে তার বাড়ির কাছে গাড়ি বিস্ফোরণের পর থেকেই সইদের নিরাপত্তা ধাপে ধাপে বাড়ানো হয়। সম্প্রতি তার ঘনিষ্ঠ সহযোগী আবু কাতাল নিহত হওয়ার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়।
