আজকাল ওয়েবডেস্ক: ভারতের কাছে অপারেশন সিঁদুরের জেরে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। এখনও তারা সেই ঘোর কাটিয়ে উঠতে পারেনি। আর এবার তাদের আরও একটি সিদ্ধান্তের বিরোধিতা করল মার্কিন মুলুক। 


পাকিস্তান এবার তাদের দেশে পরমাণু বহনকারী ইন্টারকন্টিনেন্টাল বালাস্টিক মিসাইল তৈরি করার কথা ভাবছে। বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছে ওয়াশিংটন। তারা এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলেই খবর। পাকিস্তান এবার চীনের হাত ধরে যে পদক্ষেপটি গ্রহণ করতে চলেছে তাতে বিষয়টি নিয়ে সহজভাবে দেখছে না আমেরিকা। 


আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের এই মিসাইলের তারা পক্ষে নন। যদি পাকিস্তান এমন কোনও পদক্ষেপ গ্রহণ করে তাহলে তারা পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। যে দেশ এই মিসাইল তৈরি করবে সে সরাসরি আমেরিকাতেও হামলা করতে পারবে। ফলে বিষয়টিকে খোলা মনে নিচ্ছে না আমেরিকা। প্রসঙ্গত, রাশিয়া, চিন এবং দক্ষিণ কোরিয়াকে এই তালিকায় ফেলে দিয়েছে আমেরিকা। এবার সেখানে পাকিস্তানের নাম ওঠা শুধু সময়ের অপেক্ষা।


মার্কিন দেশের এক আধিকারিক জানিয়েছেন, যদি পাকিস্তান এই মিসাইল নিয়ে আসে তাহলে আমেরিকার কাছে অন্য কোনও অপশন থাকবে না। পাকিস্তানকে তারা কালো তালিকাতে ফেলে দেবে। পহেলগাঁও হামলার পরই পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত। সেখানে কোথায় গিয়ে মুখ লুকোবে সেটাই বুঝতে পারেনি পাকিস্তান। তাই তারা এবার চীনের হাত ধরে এই পরমাণু বহনকারী মিসাইল নিয়ে আসতে চাইছে। এই মিসাইলটি প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। 


২০২২ সালে পাকিস্তান ইতিমধ্যে মাঝারি পাল্লার বালাস্টিক মিসাইল তৈরি করেছে। তার নাম দিয়েছে তারা শাহিন থ্রি। এটি ২৭০০ কিলোমিটার পর্যন্ত পথ যেতে পারে। ভারতের বেশিরভাগ শহর এর সীমানার মধ্যে পড়বে। 


তবে নতুন এই মিসাইল হাতে আসার পর পাকিস্তান আরও শক্তিশালী হবে তাতে সন্দেহ নেই। তাই বিষয়টি নিয়ে আগে থেকেই ভাবছে আমেরিকা। এটি পরমাণু বহনকারী হিসেবেও কাজ করবে।