আজকাল ওয়েবডেস্ক: অপটিক্যাল ইলিউশনে বিভ্রান্ত সামাজিক মাধ্যম, মহিলার ছবি নিয়ে তুমুল হাসির ঝড় Reddit-এ। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই এমন কিছু ঘটনা ঘটে, যা নেটিজেনদের হেসে কুটিপাটি করে দেয়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে Reddit-এ, যেখানে এক মহিলার চেয়ারে বসা একটি নিরীহ ছবি দেখে সবাই চমকে উঠেছেন — কারণ প্রথম দেখায় বোঝাই যায় না, তিনি মানুষ না কি কুকুর! ছবিটিতে দেখা যাচ্ছে, এক লালচুল মহিলা নীল রঙের পোশাক পরে চেয়ারে বসে আছেন, পাশে রয়েছেন আরও কয়েকজন। প্রথম দেখায় ছবিটি একেবারেই সাধারণ মনে হলেও একটু ভালো করে তাকালেই চোখ কপালে! ওই মহিলার কোমরের নিচের অংশটা দেখে মনে হচ্ছে, যেন সেটি একটি কুকুরের দেহ!

আসলে ঘটনাটি হল, এক কুকুর ঠিক এমনভাবে বসে আছে যে, তার দেহটি মহিলার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে দেখে মনে হচ্ছে, মহিলা অর্ধেক মানুষ আর অর্ধেক কুকুর — এক ধরনের ‘centdog’! ঠিক সেন্টর-এর উল্টো রূপ, যার মাথা কুকুর আর দেহ মানুষ নয়, বরং মাথা মানুষ আর দেহ কুকুর! এই ছবি Reddit-এর জনপ্রিয় ফোরাম r/SipsTea-তে শেয়ার হতেই ব্যাপক সাড়া ফেলে। ক্যাপশনে লেখা ছিল, “Nah it's illusion!” — অর্থাৎ, “না না, এটা একটা ভ্রম!” ছবিটি ইতিমধ্যেই শতাধিক আপভোট পেয়েছে এবং অনেকেই মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “সেন্টডগ!” আরেকজন লিখেছেন, “ভুল সেন্টর!”

আরও পড়ুন: পুরুষাঙ্গের মতো দেখতে ওটা কী ধেয়ে আসছে পৃথিবীর দিকে? ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে বিশ্ব! উৎপত্তি অজানা, গতিপথ রহস্যজনক!

এই ঘটনা আবারও প্রমাণ করে দিল, অপটিক্যাল ইলিউশন কতটা ভ্রান্তিকর এবং একইসঙ্গে উপভোগ্য হতে পারে। আমাদের চোখ এবং মস্তিষ্ক একসঙ্গে কাজ করে একটি দৃশ্য বুঝে নিতে, কিন্তু এমন কিছু মুহূর্ত আসে যেখানে চোখকে বিশ্বাস করা যায় না! ছবিটিতে কুকুরটির পশমের রঙ আর মহিলার চুলের রঙ প্রায় এক হওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে। ফলে মুহূর্তেই ছবিটি মজার ও আশ্চর্যজনক বলে ভাইরাল হয়ে পড়ে। এদিকে যারা আরও মজার অপটিক্যাল ইলিউশন খুঁজছেন, তাদের জন্য TikTok-এও রয়েছে নানা মজার টেস্ট। মনোবিজ্ঞানী মারিনা নিউরালিয়ান একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায়, আপনি প্রথমে কী দেখছেন— পাখি না কুমির— তার উপর নির্ভর করে বোঝা যায় আপনি একা অনুভব করেন না নেতৃত্ব দিতে ভালোবাসেন।

অর্থাৎ, শুধু ছবি নয়, অপটিক্যাল ইলিউশন কখনও কখনও আপনার মনের গভীর রহস্যও উন্মোচন করতে পারে! তবে আপাতত, ‘কুকুর-নারী’ বিভ্রান্তি এবং সেই নিয়ে অনলাইন হাস্যরসই এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। হাসি থামছেই না! অপ্টিকাল ইলিউশন বা চাক্ষুষ বিভ্রম এক ধরনের দৃষ্টিবিভ্রান্তি, যেখানে চোখ যা দেখে, মস্তিষ্ক তা ভুলভাবে ব্যাখ্যা করে। বাস্তব দৃশ্যের সঙ্গে মস্তিষ্কের ব্যাখ্যার মিল না হওয়ায় এই বিভ্রম সৃষ্টি হয়। সাধারণত আলো-ছায়া, আকৃতি, রঙ ও কৌশলগত বিন্যাসের মাধ্যমে এমন ইলিউশন তৈরি করা হয় যা দেখলে মনে হয়, বস্তুটি নড়ছে, বিকৃত হচ্ছে বা অন্যকিছু দেখা যাচ্ছে।

এই ইলিউশন শুধু বিনোদনের উৎসই নয়, মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। মানুষের দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের পারস্পরিক কাজ কীভাবে হয়, তা বুঝতে অপ্টিকাল ইলিউশন বড় ভূমিকা রাখে। অনেক সময় এগুলোর মাধ্যমে ব্যক্তিত্ব বিশ্লেষণও করা হয়— আপনি কী প্রথমে দেখলেন, তার উপর ভিত্তি করে বলা হয় আপনি একা মানুষ না নেতৃত্বদানকারী। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অপ্টিকাল ইলিউশন বেশ জনপ্রিয় হয়েছে। ছবি দেখে মানুষ মজা পাচ্ছে, আবার নিজেদের চিন্তাভাবনার গভীরতা নিয়েও ভাবছে। কখনও দেখা যাচ্ছে নারীর দেহে কুকুরের পা, কখনও আবার দু’টি ছবির মধ্যে লুকানো তৃতীয় মুখ। এ এক চমৎকার দৃষ্টিভ্রমের খেলা, যা আমাদের চোখ আর মস্তিষ্ককে নতুনভাবে ভাবতে শেখায়।