আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ছয় ফুট তিন ইঞ্চির আকর্ষণীয় উচ্চতা আর মসৃণ দীর্ঘ পা—এই দুই অস্ত্রেই দুনিয়া কাঁপাচ্ছেন মারি টেমারা। জনপ্রিয় ‘অ্যাডাল্ট সাবস্ক্রিপশন’ ওয়েবসাইট OnlyFans-এর তারকা তিনি। নিজের “মানি-মেকার” অর্থাৎ এই দীর্ঘ পা দু’টি যত্নে রাখতে মাসে প্রায় ৫,০০০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে চার লাখ টাকারও বেশি খরচ করছেন তিনি!
“সবাই আমার পা’য়ের প্রতি ফ্যান্টাসি করে,” বলছেন মারি। আর সেই চাহিদা মেটাতে প্রতি মাসে পাঁচবার পর্যন্ত যান লেগ ফেশিয়াল, মাসাজ, স্কিন টোনিং-এর জন্য। তবে শুধু যত্ন করলেই হয় না, মারি নিজের জীবনের অনেক কিছুই ছেড়েছেন এই পা-দুটি নিরাপদে রাখতে। আগে খেলতেন বাস্কেটবল, তুলতেন ওজন। এখন সব বন্ধ। কারণ একটুও আঘাত লাগলেই হতে পারে বড় ক্ষতি, শুটিং বাতিল। তাই ব্রুইজ বা ফোলা থেকে বাঁচতে সবসময় কাছে রাখেন আইসপ্যাক।
মারি জানান, একসময় প্রতি সপ্তাহে ১০টা করে রেজার ব্যবহার করে ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে শেভ করতেন পায়ের লোম। তবু নিন্দুকের রক্ষে নেই—অনেকেই কটাক্ষ করত। তাই তিনি এখন পুরোপুরি লেজার হেয়ার রিমুভালের উপর নির্ভরশীল, যেটা সময় বাঁচালেও পকেট থেকে বের করে নেয় মোটা অঙ্কের টাকা। কিন্তু মারির মতে, "ব্যথা ছাড়া সৌন্দর্য আসে না!" আর সেই সৌন্দর্যের নাম যদি হয় পা, তাহলে তো কথাই নেই।
