আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার এক ৯ বছরের বালককে নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছিল। এক স্থানীয় দৌড় প্রতিযোগিতায় তার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনায় সকলেই তাজ্জব হয়ে যান। কেড লভেল নামের ওই বালক ৫ কিলোমিটার দৌড়ের জন্য নাম লেখালেও, অজান্তেই ভুল রাস্তায় গিয়ে ১০ কিলোমিটারের পথে দৌড়তে শুরু করে। সকলকে অবাক করে সে শুধু সেই দীর্ঘ পথ সম্পূর্ণই করেনি, বরং প্রথম হয়ে প্রতিযোগিতাও জিতে নেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন কেডের মা হেদার, ৫ কিলোমিটারের শেষ প্রান্তে ছেলের জন্য অপেক্ষা করছিলেন। নির্দিষ্ট সময়ে কেড না পৌঁছনোয় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ছেলেকে খোঁজাখুঁজিও শুরু করেন। অথচ সেই সময়ে কেড এই সবের কিছুই না জেনে দীর্ঘতর পথেই দৌড়ে চলেছিল।
এক কর্মীর ভুল নির্দেশনার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কেড লভেল জানায়, "আমি একটু বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু ভাবলাম, 'ঠিক আছে, আমি ওঁর কথাই শুনব।' মনে মনে ঠিক করি, 'আমি দৌড় থামাব না। আমাকে ফিনিশ লাইনে পৌঁছতেই হবে'।"
কেড যখন ১০ কিলোমিটারের একটি সাইনবোর্ড দেখে এবং খেয়াল করে যে তার আশেপাশের সব প্রতিযোগীরা প্রাপ্তবয়স্ক, তখন সে বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে। এদিকে, ৫ কিলোমিটারের ফিনিশ লাইনে তাঁর মায়ের দুশ্চিন্তা ক্রমে বাড়ছিল। তিনি ভাবছিলেন, "ওর তো এতক্ষণে চলে আসার কথা, হয়তো দৌড় শেষ করতে ওর কষ্ট হচ্ছে।" কেড যেহেতু বেশ দ্রুত দৌড়য়, তাই যে সমস্ত প্রতিযোগী কেডের চেয়ে ধীরে দৌড়য়, তারাও তার আগে পৌঁছে যাচ্ছে দেখে হেদার অবাক হন। তিনি আয়োজক এবং অন্য প্রতিযোগীদের কাছে কেডের খোঁজখবর নিতে শুরু করেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সকলে মিলে তার খোঁজ শুরু করে দেয়।
অবশেষে তিনি এক জন কর্মীর কাছ থেকে জানতে পারেন যে তাঁর ছেলে ৫ কিলোমিটার পথের বদলে ১০ কিলোমিটারের পথ ধরেছে। ফিনিশ লাইনের এই বিভ্রান্তি সম্পর্কে বিন্দুমাত্র না জেনে কেড দৌড়তে থাকে, যদিও সে জানত যে মা তার উপর হয়তো রেগে যাবেন। কেড বলে, "আমি ভেবেছিলাম মা খুব চিন্তা করবে, আর চিন্তা করলেই মা একটু রেগে যায়। তাই আমার মনে হয়েছিল মা দুশ্চিন্তায় থাকবে, এমনকী একটু রাগও করবে আমার উপর।"
হেদার যখন দেখেন কেড ফিনিশ লাইনের দিকে এগিয়ে আসছে, তখন সে কাঁদতে কাঁদতে মা'কে জানায় যে সে ইচ্ছে করে ভুল রাস্তায় যায়নি। তখন মা তাকে উৎসাহ দিয়ে প্রতিযোগিতা শেষ করতে বলেন। জানা গিয়েছে, কেড এর আগে কখনও টানা ১০ কিলোমিটার দৌড়য়নি। তাই দৌড় শেষ করাটাই তার কাছে বড় ব্যাপার ছিল। কিন্তু আয়োজকরা যখন ঘোষণা করেন যে ছোট্ট ছেলেটি মাত্র ৪৮ মিনিট ১৭.৪ সেকেন্ডে দৌড় শেষ করেছে, তখন সকলেই হতবাক হয়ে যান। হেদার জানান, প্রথমে তিনি ভয় পেয়েছিলেন, কিঞ্চিৎ রেগেও গিয়েছিলেন। তবে শেষমেশ যখন জানতে পারেন যে তাঁর ছেলেই প্রতিযোগিতায় জিতেছে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
