আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বাংলাদেশে আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মিলিতভাবে তৈরি নতুন রাজনৈতিক দল। অর্থাৎ এবার আন্দোলনকারী ছাত্ররা সরাসরি রাজনীতির ময়দানে আসছেন। কে বসবেন কোন পদে, জল্পনা তা নিয়ে তুঙ্গে। তবে পরিষ্কার, নতুন দলের সমন্বয়ক হবেন নাদিক ইসলাম। মঙ্গলবারই দলকে নেতৃত্ব দেওয়ার উদ্দেশে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

তবে একই সঙ্গে পদ্মাপারে জল্পনা ছিলই, নতুন দল, রাজনীতি এসবের মধ্যে ফাটল ধরেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। বুধবারের ঘটনা যেন তারই প্রমাণ। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসার আগেই, বুধবার আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন। আর তার আত্মপ্রকাশের দিনেই হাতাহাতি, মারপিটের ঘটনায় উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, বুধবার, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্যতম আবু বাকের মজুমদার জনসমক্ষে জানান, নতুন ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব জাহিদ আহসান। মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির এবং মুখপাত্র আশরেফা খাতুন।

এছাড়াও বেশকিছু পদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু বিপত্তি বাধে সেখানেই। পদ পছন্দ না হওয়ায় তুমুল হট্টগোল, হাতাহাতির ঘটনা ঘটে বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি নতুন সংগঠনের শীর্ষ পদে পক্ষপাতিত্ব করা হয়েছে।