আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি না থাকলে সম্পর্ক কখনও মধুর হয় না। এই বিশ্বাসভঙ্গের উদাহরণ আমরা প্রায় রোজই দেখতে পাই। সোশ্যাল মিডিয়ার জুগে ইন্টারনেটে চোখ রাখলেই প্রত্যহ আমাদের চোখে পড়বে ঢের পরকীয়ার ঘটনা। সেই কথা মাথায় রেখেই একজন জাপানি উদ্ভাবক একটি যুগান্তকারী ‘অ্যান্টি-চিটিং ব্রা’ তৈরি করে সম্পর্কের নিরাপত্তাকে পরবর্তী স্তরে নিয়ে গিয়েছেন। উন্নত ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি, এই উচ্চ-প্রযুক্তির অন্তর্বাসটি কেবল তখনই খুলবে যখন এটি মহিলার স্বামী বা প্রেমিকের আঙুলের ছাপ শনাক্ত করতে সক্ষম হবে।
এই আবিষ্কারের নেপথ্যে উদ্ভাবকের ধারণা হল আনুগত্য বৃদ্ধি করা এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনা। সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ অন্তর্বাসটির ভিডিও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে অন্তর্বাসটি সঠিক আঙুলের ছাপ শনাক্ত না করা পর্যন্ত খুলবে না। ইনস্টাগ্রাম এবং অন্যান্য প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং অনেকেই এটিকে সত্যি বলে বিশ্বাস করেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি অন্তর্বাসে ক্ল্যাস্প লক লাগানো রয়েছে। সেটির সঙ্গে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও জুড়ে দেওয়া রয়েছে। সংযুক্ত ডিভাইসে সঠিক আঙুলের ছাপ স্ক্যান করার সঙ্গে সঙ্গে অন্তর্বাসটি খুলে যায়। এই কারণেই সকলে মজা করে এটিকে ‘টাচ আইডি ব্রা’ বলা শুরু করেছেন।
কিন্তু কেউ চাইলেই এই অন্তর্বাস কিনতে পারবেন না। কারণ, এটি বাজারে বিক্রি করার মতো কোনও পণ্য নয়। এটি তৈরি করেছেন জাপানের ZAWAWORKS (Yuki Aizawa) নামক এক ব্যক্তি। তিনি নিজেকে ‘ভ্রান্ত উদ্ভাবক’ বলে দাবি করেন। তিনি মজার এবং কল্পনামূলক গ্যাজেট তৈরির জন্য বিখ্যাত। তাঁর অন্তর্বাস প্রকল্পটি কেবল একটি প্রোটোটাইপ ছিল, কোনও আসল ডিভাইস বা বিক্রির জন্য প্রস্তুত কোনও পণ্য নয়।
