আজকাল ওয়েবডেস্ক:  বিশ্বজুড়ে বিলিয়ন মানুষের ব্যবহৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ মূলত বন্ধু, পরিবার কিংবা কাজের যোগাযোগে অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে। যদিও এর চ্যাট ইন্টারফেস সবসময়ই সরল ও মিনিমালিস্টিক ছিল, তবুও সক্রিয় গ্রুপ চ্যাট কিংবা একাধিক ব্যক্তিগত কথোপকথনে সঠিকভাবে তাল মিলিয়ে চলা অনেক সময় কঠিন হয়ে যায়।


ওয়াবেটাইনফো-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ এবার এমন একটি ফিচার পরীক্ষা করছে যা মেসেজ রিপ্লাইগুলোকে থ্রেডেড কনভারসেশনে সাজিয়ে দেবে। আসন্ন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই প্রাসঙ্গিক উত্তর খুঁজে পাবেন এবং বিশেষ করে গ্রুপ চ্যাটে আরও বেশি সঠিক থাকতে পারবেন। নতুন ‘থ্রেডেড কনভারসেশন’ ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনের সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেটে দেওয়া হয়েছে, যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা সম্ভব।

আরও পড়ুন: লোন করে নেওয়া মোবাইল ফোন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে আরবিআই, বিরাট সমস্যায় পড়বেন ক্রেতারা


কেমন হবে এই নতুন রিপ্লাই সিস্টেম
প্রতিবেদন অনুযায়ী, কিছু বেটা টেস্টার এখন নতুনভাবে ডিজাইন করা রিপ্লাই সিস্টেম দেখতে পাচ্ছেন। এখানে একটি টেক্সটের জবাব দিলে স্বয়ংক্রিয়ভাবে সেই মূল মেসেজের নিচে একটি নতুন থ্রেড তৈরি হবে। যখন ব্যবহারকারী থ্রেডটি খুলবেন, তখন তিনি সেই নির্দিষ্ট কথোপকথনের সব রিপ্লাই একসাথে দেখতে পারবেন এবং চাইলে নতুন রিপ্লাইও যোগ করতে পারবেন। এই ধরনের জবাবকে “Follow up reply” হিসেবে চিহ্নিত করা হবে, যদিও ফিচারটি ব্যবহারকারীর সবার জন্য দৃশ্যমান নাও হতে পারে।


কেন এটি উপকারী হবে
এই ফিচার বিশেষভাবে কার্যকর কারণ ব্যবহারকারীদের আর পুরোনো মেসেজ ঘেঁটে লিঙ্ক করা বা প্রাসঙ্গিক উত্তর খুঁজতে হবে না। একটি থ্রেডে ঢুকলেই পুরো আলোচনা সহজে চোখে পড়বে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, থ্রেড কেবল সেই মেসেজের জন্য তৈরি হবে যেগুলোতে ফিচারটি সক্রিয় থাকবে। অর্থাৎ, সব কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকবে না।


আরও একটি বিষয় হল, থ্রেড তৈরির আগে কোনও মেসেজে দেওয়া রিপ্লাই থাকলে সেটিও হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে থ্রেডে অন্তর্ভুক্ত করবে। ফলে আলোচনা সুসংগঠিত থাকবে এবং ব্যবহারকারী সহজে বুঝতে পারবেন কোন প্রসঙ্গে কোন উত্তর দেওয়া হয়েছে।


সাধারণ ব্যবহারকারীর জন্য কবে আসছে?
বর্তমানে এই ফিচার কেবল সীমিত সংখ্যক বেটা ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। যেহেতু এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে, তাই সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত হতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।


হোয়াটসঅ্যাপের এই আসন্ন থ্রেডেড কনভারসেশন ফিচার নিঃসন্দেহে গ্রুপ চ্যাট ও ব্যস্ত কথোপকথনের অভিজ্ঞতা বদলে দেবে। এর ফলে ব্যবহারকারীরা সহজে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন, মেসেজ খুঁজে পেতে সময় নষ্ট হবে না এবং চ্যাট ইন্টারফেস আরও গোছানো হবে। যদিও ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও আশা করা যায় খুব শিগগিরই বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবেন।