আজকাল ওয়েবডেস্ক: বুধবার সন্ধে। জানা গিয়েছিল বালেন্দ্র শাহ রাজি না হওয়ায় বিক্ষোভকারী জেন জি-রা অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে নিজেদের তরফ থেকে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম বেছে নিয়েছেন। কারকিও জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে, তিনি রাজি দায়িত্ব নিতে। বুধবার রাতে বালেন শাহ জানান, কুরশিতে কারকি বসলে তা আদতে ভালই হবে। শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি।

তবে বৃহস্পতিবার ছবিটা বদলে গিয়েছে কিছুটা। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। সূত্রের তথ্য, কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ এবং প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির পর এবার কাঠমাণ্ডুতে ভাসছে নয়া নাম। কুলমন ঘিসিং। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সর্বজনস্বীকৃত প্রধান ইঞ্জিনিয়ার কুলমন ঘিসিংয়ের হাতে তুলে দিতে চাইছেন বিক্ষোভকারীরা। নেপালের বিদ্যুৎ সমস্যা দূরীকরণে কুলমনের ভূমিকা নেপালের সকলের জানা। সেই সূত্রেই কি তাঁকেই বেছে নিতে চাইছেন জেন জি-রা? 

আরও পড়ুন: সেনার নেপাল এবার সুশীলার! জেন জি-রা 'কেয়ারটেকার প্রাইমমিনিস্টার' হিসেবে বেছে নিলেন কাকে? চেনেন

জানা গিয়েছে, ঘিসিং ইতিমধ্যেই স্বচ্ছ খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং জেন জি তরুণদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তাঁর মুখে এখন থেকেই পরবর্তী নির্বাচনের কথাও শোনা গিয়েছে। 

সেনার শাসন, তারপর? নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কুরশিতে বসবেন কে? মঙ্গলবার থেকেই ভাসছিল নানা নাম। বুধবার সন্ধে বেলা জানা যায়, জেন জি-রা ভার্চুয়াল বৈঠক করে নেপালের পরবর্তী অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন নেপালের প্রাক্তন বিচারপতি সুশীলা কারকিকে।

প্রবল বিক্ষোভের মাঝেই মঙ্গলবার ভেঙে পড়ে ওলি সরকার। একে একে মন্ত্রীদের পদত্যাগের পর, খোদ ওলিও পদত্যাগ করেন। তারপর থেকে একেবারে বাংলাদেশের ছাঁচেই নেপালের দায়িত্ব তুলে নিয়েছে সেনাবাহিনী। নেপালের সেনাপ্রধান অশোকরাজ সিগদেলের একটি বক্তব্য সামনে আসার পর থেকে জোর চর্চা হয়েছে নেপালে রাজতন্ত্র ফিরে আসা নিয়েও। 

আরও পড়ুন: জেন জি-রা চাইছেন নেপালের শীর্ষে বসুন তিনি, সেই সুশীলার উত্তরপ্রদেশে যাতায়াত ছিল! কারকির চমকে ওঠা ভারত-যোগ

তবে বুধবার বিকেলে, স্থানীয় এবং একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে তথ্য, কয়েক হাজার জেন-জি আন্দোলনকারী ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম জানান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, জেন জি আন্দোলনের হোতারা তাঁদের এজেন্ডা তৈরির জন্য একটি ভার্চুয়াল বৈঠক করেন। তাদের আলোচনা কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে ঘিরেই ছিল মূলত। জানা গিয়েছে, বর্তমানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার কারণে, কারকির নামেই গ্রিণ সিগন্যাল। অর্থাৎ, আন্দোলনের পরে, একই বিষয়েও বাংলাদেশের ছাঁচ হিমালয়ের দেশে। সে দেশেও এবার অন্তবর্তী সরকার! জানা যায়, প্রস্তাব সুশীলার কাছে গেলে, তিনি অন্তত হাজারজনের সমর্থন চেয়েছিলেন তাঁর নামের পাশে। তথ্য, তার আড়াইগুণ বেশি যুব, বিক্ষোভকারীদের সমর্থন পেয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার কারকির পরেই অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে জেন জি-দের পছন্দের তালিকায় নাম ভাসছে কুলমন ঘিসিং-এর।