আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালের শয্যায় শুয়ে সদ্যোজাত সন্তানের মুখ প্রথমবার দেখেন মায়েরা। সদ্যোজাতর মুখ দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন অধিকাংশ মা। আবেগে কেউ কেউ কেঁদেও ফেলেন। কিন্তু এবার সদ্যোজাত সন্তানের মুখ দেখে রীতিমতো জ্ঞান হারিয়ে ফেললেন এক মা। সন্তানের মুখ প্রথমবার দেখে তাঁর পছন্দ হয়নি। 'খারাপ দেখতে' বলে সন্তানটি তাঁর নিজের কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ব্রিটেনে‌। ২০ বছর বয়সি জেস নামের এক তরুণী সম্প্রতি এক পুত্র সন্তানের জন্ম দেন। হাসপাতালে যখন তিনি শুয়েছিলেন, তখন সদ্যোজাত সন্তানকে তাঁর কাছে নিয়ে আসেন নার্সরা। সন্তানের মুখ দেখেই তরুণী বলেন, 'ইশশ, কী খারাপ দেখতে! নাকটাও কেমন বোঁচা। আদৌ আমার সন্তান তো!' 

 

সন্তানের এমন রূপ দেখে একেবারেই পছন্দ হয়নি মায়ের। কোলে নেওয়া তো দূরের কথা, সন্তানের মুখ দেখেই হাউমাউ করে কেঁদে ফেলেন জেস‌। যা দেখে হতবাক নার্সরা। জানা গেছে, এই মন্তব্যের ঠিক কিছুক্ষণ পরেই আবারও সন্তানের মুখ দেখতে চান জেস। তখন তাঁর মনে হয়, সন্তানকে মিষ্টিই দেখতে। এরপর তিনি সদ্যোজাতকে কোলে নেন‌। 

 

জেস নিজেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নেটিজেনরা তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের মতে, এটি অত্যন্ত অন্যায়। মায়ের কাছে সব সন্তান সবচেয়ে সুন্দর হয়‌‌। অথচ জন্মের পরেই সবার প্রথমে সন্তানটি সমালোচনার শিকার হলেন মায়ের কাছে!