আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড মালেশিয়ায়। ইতিমধ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে ছবি, ভিডিও তাতে দেখা গিয়েছে ভয়াবহ আগুনের লেলিহান শিখা উঠছে উপরের দিকে, যেন আকাশে জ্বলন্ত মেঘ। দাউদাউ করে জ্বলছে চারপাশ। 

১ এপ্রিল, মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে সে দেশের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’-এর একটি গ্যাস পাইপলাইনে ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৩ জন আহত হয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায়। তাঁদের মধ্যে ৬ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। শরীরের বহু অংশ ঝলসে গিয়েছে তাঁদের।  

একই সঙ্গে সঙ্গে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকার্য চলছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাস্থলের বেশ কয়েককিলোমিটার দূর থেকেই দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা।  

পেট্রোনাস জানিয়েছে, ইতিমধ্যে ওই পাইপলাইনকে বিচ্ছিন্ন করা গিয়েছে। অগ্নিকাণ্ডের কারণে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে।