আজকাল ওয়েবডেস্ক: কাজের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে দুনিয়ার নজর কেড়েছিলেন। দিনে দিনে একটু একটু করে বাড়িয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে পরিচিত করেছিলেন নিজের সংস্থাকে। গোটা বিশ্বজুড়ে এই মুহূর্তে প্রায় তিন হাজারের কাছাকাছি তাঁর ব্র্যান্ডের দোকান। ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সংস্থার কর্ণধার। সংস্থার তরফে জানানো হয়েছে সেকথা। শোকের আবহ শিল্প মহলে।


ইসাক আন্ডিক। স্প্যানিশ পোশাকের সংস্থা ম্যাঙ্গোর কর্ণধার। মূলত বার্সেলোনা ভিত্তিক তাঁর এই সংস্থা, এখন বিশ্বের দরবারে পরিচিত। ওই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা টনি রুইজ জানিয়েছেন, হাইকিং করার সময় গিরিখাতে পড়ে প্রাণ হারিয়েছেন ইসাক। স্পেনের প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করেছেন।  তাঁর শিল্প নিয়ে, বাণিজ্য  নিয়ে ভাবনাকে স্মরণ করে কুর্নিশ জানিয়েছেন তিনি।  সংস্থার তরফ থেকেও শোক প্রকাশের পাশাপশি তাঁর কৌশলগত দৃষ্টিভঙ্গী, অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা, তাঁর নেতৃত্ব, মূল্যবোধের পাঠ এবং প্রতিশ্রুতির কথা স্মরণ করা হয়েছে। কীভাবে একটি স্প্যানিশ ফার্ম, বিশ্বের দরবারে পোশাক সংস্থা হিসেবে সমাদৃত হয়েছে, তাতে ইসাকের নেতৃত্ব, ভাবনা মনে করেছেন সংস্থার সকলে। পোশাকের রঙ থেকে নকশা, সকল খাতে তাঁর নজর ছিল। বিক্রয় বাড়ানোর জন্য, বারবার নানা কৌশল গ্রহণ করেছেন তিনি। সংস্থার বিপণন বৃদ্ধিতে বহু বড়বড় তারকাদের সংস্থার মুখ হিসেবে তুলে এনেছিলেন তিনি।

স্থানীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ৭১ বছর বয়সী ইসাক, পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। বার্সেলোনার কাছেই একটি জায়গায় হাইকিং করার সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।