আজকাল ওয়েবডেস্ক: কে জানত হোটেলের ওয়াইফাই কানেকশন থেকেই মধুর প্রেমের সম্পর্কে বাড়বে তিক্ততা! হোটেলে ঢুকতেই প্রেমিকার ফোনে ওয়াইফাই কানেকশন দেখে ঘোর সন্দেহ হয় যুবকের। এরপরই বিচ্ছেদের ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন, আরও কখনও যুবতীর সঙ্গে যোগাযোগ রাখবেন না তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চিনে। পয়লা মে দক্ষিণ পশ্চিম চিনের চংকিং শহরের একটি হোটেলে প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন লি নামের এক যুবতী। ফোনে আইডি কার্ড খুঁজতে গিয়ে দেখেন, হোটেলের ওয়াইফাই-এর সঙ্গে তাঁর ফোন কানেক্ট হয়ে গেছে। সেটি চোখে পড়ে তাঁর প্রেমিকের।
এরপরই অশান্তি শুরু হয় যুগলের মধ্যে। লি জানিয়েছেন, প্রেমিকের সন্দেহ হয় ওয়াইফাই কানেকশন দেখে। তাঁর সন্দেহ, এই হোটেলে আগেও লি এসেছিলেন। হয়তো কোনও পুরুষ বন্ধুর সঙ্গেই ঘুরতে এসেছিলেন এই হোটেলে। বারবার সত্যিটা জানালেও, যুবকের সন্দেহ হয়, লি মিথ্যেই বলছেন। সন্দেহের জেরে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন। সেই হোটেলেই বিচ্ছেদের ঘোষণা করে চলে আসেন।
এরপর লি বিষয়টি খতিয়ে দেখে জানতে পারেন, ওই শহরের আরেকটি হোটেলের ওয়াইফাই কানেকশনের নাম ও পাসওয়ার্ডের সঙ্গে এই হোটেলের হুবহু মিল রয়েছে। আগের হোটেলে লি কাজ করতেন। সেই হোটেলের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তাঁর ফোনে সেভ করা ছিল। তাই এই হোটেলে ঢুকতেই সেই ওয়াইফাই কানেকশন চলে আসে। বিষয়টি প্রেমিককে জানানোর চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। লি জানিয়েছেন, সম্পর্কে আর কখনও ফিরবেন না বলে জানিয়েছেন তাঁর প্রেমিক।
