আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রীর ভালবাসার বন্ধন কতটা অটুট হতে পারে তা দেখিয়ে দিয়েছিলেন এক মহিলা। কিন্তু তাঁর সঙ্গেই যে এমনটা হতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি মহিলা। বাচ্চাদের যে ভাবে যত্ন নেওয়া হয়, ঠিক সেভাবেই নিজের শয্যাশায়ী স্বামীর সেবা করেছিলেন মহিলা। ছয় বছর পর সুস্থ হয়েই স্ত্রীর প্রতি আর টান রইল না ব্যক্তির। স্ত্রীর অবদান বেমালুম ভুলে গেলেন। স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য এক মহিলাকে বিয়ে করে নিলেন তিনি। 

ঘটনাটি মালয়েশিয়ার। গাড়ি দুর্ঘটনার পর ছয় বছর ধরে শয্যাশায়ী ছিলেন নুরুল সায়াজওয়ানির স্বামী।  নুরুল সোশ্যাল মিডিয়ায় স্বামীর নতুন বিয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে গোটা ঘটনাটি শেয়ার করেছেন। ছয় বছর পরে সুস্থ হয়েই স্ত্রীর সঙ্গ বিবাহবিচ্ছেদ করে নেন ওই ব্যক্তি। সায়াজওয়ানির ভালোবাসা কোনও খামতি না থাকলেও, তাঁর স্বামীর আচরণে ওই পোস্টে সকলেই ক্ষোভ প্রকাশ করেছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, নুরুল ২০১৬ সালে ওই ব্যক্তিকে বিয়ে করেছিলেন। সিন চিউ ডেইলি জানিয়েছে, নুরুল দুই বছর ধরে লং ডিসট্যান্স বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ওই সময়ই তাঁর স্বামী একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখ। এর ফলে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন।

আরও পড়ুন: স্তনদুগ্ধ দিয়ে তৈরি আইসক্রিম খাওয়ার জন্য পাগল গ্রাহকরা, হু হু করে বিক্রি হচ্ছে এই দোকানে

ছয় বছর ধরে নুরুল তাঁর স্বামীর আয়ার ভূমিকা পালন করেছিলেন। তিনি তাঁর প্রাক্তন স্বামীকে নাসোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে খাওয়াতেন, তাঁকে স্নান করতে সাহায্য করতেন। এমনকি তাঁর ডায়াপার পরিবর্তনও করে দিতেন। দম্পতির একটি ছেলে রয়েছে। ২০১৯ সালে, নুরুল সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বামীর যত্ন নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে শুরু করেন। এর ফলে শুধুমাত্র ফেসবুকে ৩২ হাজারেরও ফলোয়ার অর্জন করেন তিনি।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Our Planet (@this.our.planet)