আজকাল ওয়েবডেস্ক: তিনি যা বলছেন, পরপর মিলে যাচ্ছে তাই। জাপানের বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণীর সময় যত এগিয়ে আসছে, সব ছারখার হওয়ার আশঙ্কায় তত ভয়ে ঠকঠক করে কাঁপছে জাপান। সোশ্যাল মিডিয়াতেও তার ছাপ স্পষ্ট। এদিকে আবার ভবিষ্যদ্বাণী মেনে আগাম সতর্কতা অবলনবন করতে গিয়ে বড় ক্ষতিও হয়েছে এদিকে। পরিস্থিতি বিচারে নাকি জাপানের বাবা ভাঙ্গা বলেছেন, তাঁর কথা এত বেশি গুরুত্ব দিয়ে না শুনলেও চলবে।
জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী ও কথিত জ্যোতিষী রিও তাতসুকি। দিন-দুনিয়ায় কী ঘটতে চলেছে আগামী দিনে, বলে দেন তা। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ৫ জুলাই, ২০২৫-এ ভয়ানক ভূমিকম্প হবে জাপানে। আর এই ভূমিকম্প থেকেই জাপানে আছড়ে পড়তে পারে ভয়াবহ সুনামি। অর্থাৎ হাতে আর দু’ দিন।
২০২১ সালে প্রকাশিত রিও তাতসুকির "দ্য ফিউচার আই স" বইয়ে এই ভয়াবহ ভবিষ্যতের কথা লেখা রয়েছে। অনেকেই এই ভবিষ্যদ্বাণী প্রসঙ্গে বলেছেন, জাপান এবং ফিলিপাইনের মধ্যে সমুদ্রের তলদেশে বিভক্তির ফলে সুনামি বা ভূমিকম্প হতে পারে। এই ভবিষ্যদ্বাণীর পরেই বিভিন্ন দেশের পর্যটকরা তাঁদের জাপান ট্যুর বাতিল করে দিয়েছেন। দিনকয়েক আগেই জানা গিয়েছে, হংকং থেকে জাপানগামী একাধিক বিমানে টিকিট বাতিল হয়েছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী, জুনের শেষ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে জাপানগামী বুকিং ৮৩ শতাংশ কমে গেছে। শুধুমাত্র হংকং থেকেই গড়ে ৫০% বুকিং বাতিল হয়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম জাপানের টোটোরি অঞ্চল ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে, মে মাসে হংকং থেকে বুকিং প্রায় ৫০% কমে গেছে।অর্থাৎ আতঙ্কের জেরে ব্যাপক ক্ষতির মুখে জাপানের পর্যটন শিল্প। সম্ভাব্য ক্ষতির পরিমাণ ৫৬০ বিলিয়ন ইয়েন ($৩.৯ বিলিয়ন) বলে মনে করছেন নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ।
 
 অন্যদিকে, জুন মাসে স্কাই পারফেক্ট জেএসএটি-র সমীক্ষায় দেখা গিয়েছে, ব্যাপকহারে মানুষ এই বিষয় সম্পর্কে জেনেছেন, আলোচনা করেছেন এবং তার প্রভাব নানা বিষয়ে পড়েছে সরাসরি। 
যতিও জাপানের এই বাবা ভাঙ্গার আগাম বাণীর উপর খুব একটা মনযোগ দেওয়ার পক্ষপাতী নন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, কবে কোন অঞ্চল কেঁপে উঠতে পারে তা এখনও অতি উন্নত বিজ্ঞানের প্রযুক্তিই ধরতে পারে না। টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওয়া সেকিয়া অপ্রমাণিত ভবিষ্যদ্বাণীর উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে যে কোনও সময় দুর্যোগের জন্য প্রস্তুতির গুরুত্বের উপর জোর দিয়েছেন।
যদিও সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রিও তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে খুব বেশি ‘সিরিয়াস’ হওয়ার পরিবর্তে বিশেষজ্ঞদের মতামতের উপর ভরসা রাখার বার্তা দিয়েছেন।
তাতসুকির এই ভবিষ্যদ্বাণী নতুন নয়। তিনি আগেও কিছু ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যার ফলে অনেকেই তার এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্বের সঙ্গে দেখছেন।
