আজকাল ওয়েবডেস্ক:‌ বেজে গিয়েছে যুদ্ধের দামামা। বোমা গুলি তো চলছেই। এর মধ্যে সোমবার ইজরায়েলি বাহিনী ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্ক এর সদর দপ্তরে হামলা চালিয়েছে, যার ফলে হঠাৎ করেই এর সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবরে দাবি করা হয়েছে।


এদিকে, সোমবার থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনা শুরু হয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সিরাজ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিল, তারা যেন ভারতীয় পড়ুয়াদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবধরনের ব্যবস্থা করে। ইরানের বিদেশ মন্ত্রকের তরফেও গত ১৫ জুন একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, পড়ুয়াদের নিরাপদ স্থানে সরানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। ১০ হাজার ভারতীয় নাগরিক যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন তার জন্য সীমান্ত খুলে দেওয়া হবে বলেও জানিয়েছিল তারা। ইরানের তরফে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য প্রস্তুতি শুরু করেছিল কেন্দ্র। এবার সেই মতো ভারতীয়দের ফেরানোর পালা শুরু হল।


এদিকে ইজরায়েলের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত ২২৪ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সে বিদেশি পড়ুয়াদের জন্য তৈরি ছাত্রাবাসে হামলা হয়। এই ঘটনায় দুই কাশ্মীরি পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই খবর।