আজকাল ওয়েবডেস্ক:‌ ট্রাম্পের সিদ্ধান্তের পর থেকেই যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কাকে সত্যি করে শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং‌ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। 

 

হামলার পরেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, আইআরজিসির সদর দপ্তরে হামলায় মৃত্যু হয়েছে রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির। জল্পনা ছিল, আর্মড ফোর্স জেনারেল স্টাফ মহম্মদ বাঘেরির মৃত্যু নিয়েও।

 

কিছুক্ষণ আগে, ইজরায়েল ডিফেন্স ফোর্স-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'আমরা নিশ্চিত করতে পারি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির কমান্ডার এবং ইরানের এমারজেন্সি কমান্ডের কমান্ডার ইরান জুড়ে ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন।' 

?ref_src=twsrc%5Etfw">June 13, 2025

একই সঙ্গে ইজরায়েল ডিফেন্স ফোর্স-এর দাবি, এই তিনজন নির্মম গণহত্যাকারী, যাদের হাতে আন্তর্জাতিক রক্ত। এদের ছাড়া পৃথিবী আরও ভালো জায়গা বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি শুক্রবার সকালে তাসনিম সংবাদ সংস্থার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পারমাণবিক বিজ্ঞানী এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মহম্মদ-মেহদি তেহরানচি এবং পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসিও পৃথক হামলায় নিহত হয়েছেন।