আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কা সত্যি করেই ইরানের উপর হামলা চালিয়েছে ইজরায়েল। দেশের একাধিক জায়গায় হামলা।ইজরায়েল ডিফেন্স ফোর্স-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'আমরা নিশ্চিত করতে পারি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির কমান্ডার এবং ইরানের এমারজেন্সি কমান্ডের কমান্ডার ইরান জুড়ে ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন।' ইরানের হামলার পর, পাল্টা হামলা চালিয়েছে ইরানও।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশকিছু ভিডিও। যদিও সেসব ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ওই ভিডিওগুলি ইরানের। ইজরায়েলের হামলার পর, ইরানের পরিস্থিতি। একটি ভিডিওতে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে একটি বাড়ি। জানলা থেকে বেরিয়ে আসছে লেলিহান আগুনের শিখা। একাধিক ভিডিওতে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে, ইরানের সরকারি গণমাধ্যমেও অগ্নিকাণ্ড-বিস্ফোরোণের ভিডিও ফুটেজ সম্প্রচার করেছে।
ট্রাম্পের সিদ্ধান্তের পর থেকেই যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কাকে সত্যি করে শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। ইরানের একাশিক সরকারি লক্ষ্যবস্তু, ঘাঁটি, পরমাণুকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায় ইরান।
