আজকাল ওয়েবডেস্ক: শনিবার ইজরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের দুই শীর্ষ সেনা জেনারেল। ইতিমধ্যেই, এই খবর নিশ্চিত করে জানানো হয়েছে ইরানের তরফে। শনিবার ভোরে দুই দেশের মধ্যে মিসাইল হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার ভোরেই ইরান থেকে তেল আভিভ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া হয়। বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেম ও ইজরায়েলের অন্যান্য এলাকায়ও। এর জবাবে ইজরায়েল ইরানে আবারও ব্যাপক বিমান হামলা চালায়।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলার ফলে ইরানের গোয়েন্দা বিভাগের ডেপুটি প্রধান জেনারেল গোলামরেজা মেহরাবি এবং অপারেশন বিভাগের ডেপুটি প্রধান জেনারেল মেহদি রাব্বানি নিহত হয়েছে।

শুক্রবার ইজরায়েল তাদের ইতিহাসে বৃহত্তম সামরিক অভিযানে ইরানের একাধিক পারমাণবিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনাকর্তা নিহত হন এবং উল্লেখযোগ্য ক্ষতি হয় ইরানের গুরুত্বপূর্ণ ঘাঁটির।

ইরান আরও জানিয়েছে, ইজরায়েলি হামলায় ফরদো পারমাণবিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি জানা যায়নি।