আজকাল ওয়েবডেস্ক: ১২ দিন ধরে চলা সংঘর্ষের অবসান। অবশেষে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি দিল ইজরায়েল এবং ইরান। মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইলের হুমকির বিরুদ্ধে আমরা আমাদের অভিযান সফলভাবে শেষ করেছি’। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় সহযোগিতা এবং প্রতিরক্ষায় অংশগ্রহণের জন্য আমি কৃতজ্ঞ। তাঁর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে আমরা সম্মতি জানাচ্ছি’।

এদিন প্রথমে ইজরায়েলের সম্মতির কথা ঘোষণার পরেই ট্রাম্প একটি বার্তায় জানান, ‘উভয় পক্ষ তাদের শেষ মিশন শেষ করার পর যুদ্ধবিরতি কার্যকর হবে’। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি জানান, তাঁদের পক্ষ থেকে এখনও কোনও যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার কিছুক্ষণ পরেই ইরানের অবস্থানে বদল আসে। খামেনেইয়ের দেশের রাষ্ট্রীয় টিভি যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্পও পরে আরও একটি পোস্ট করে বলেন, ‘ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে।

পাশাপাশি, উভয় পক্ষকে তা রক্ষা করার আহ্বান জানান’। কিন্তু যুদ্ধবিরতির প্রাথমিক ঘোষণার পরও ইরানের তরফে ইজরায়েলের দিকে একাধিক মিসাইল ছোড়ার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা। এই যুদ্ধবিরতির খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আন্তর্জাতিক মহল। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে, এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর চারটের দিকে নিজের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করে আরাঘচি জানান, ‘ইজরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় আমাদের শক্তিশালী সেনাবাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত চলেছে’। তিনি আরও বলেন, ‘আমাদের সাহসী সেনাবাহিনী শেষ বিন্দু পর্যন্ত দেশ রক্ষায় প্রস্তুত। শত্রুদেশের প্রত্যেক আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে তাঁর ট্রুথ অ্যাকাউন্টে লেখেন, ‘ইরান ও ইজরায়েল দু’পক্ষই তাঁদের ‘শেষ মিশন’ সম্পন্ন করার পর আগামী ছ’ঘণ্টার মধ্যে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুরু হবে’। তিনি আরও জানান, ‘ইরান যুদ্ধবিরতি শুরু করবে প্রথম ১২ ঘণ্টায় এবং এরপর ইজরায়েল। ২৪ ঘণ্টা পর এই ১২ দিনের সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপিত হবে গোটা বিশ্বে’।