আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের হুঁশিয়ারিকে কার্যত অগ্রাহ্য। ইরানের শীর্ষ নেতা খামেনেই সকালেই জানিয়ে দিয়েছেন সেকথা। বুধবার তিনি কিছু পরে আরও জানান, চাপিয়ে দেওয়া যুদ্ধ-শান্তি কোনওটাই চান না। দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়াও এগিয়ে এসেছে, পরিস্থিতি সামাল দিতে।
এসবের মাঝেই ফের খামেনেইয়ের দেশে বড় হামলা ইজরায়েলের। ইজরায়েল ডিফেন্স ফোর্স বুধবার জানিয়েছে বিবৃতি দিয়ে, আইএএফ তেহরানে ইরান সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
???? The IAF is currently striking military targets belonging to the Iranian Regime in Tehran.
— Israel Defense Forces (@IDF)Tweet by @IDF
মঙ্গলবার সকাল থেকেই জল্পনা তীব্র হচ্ছিল ট্রাম্পকে নিয়ে। ইমানুয়েল ম্যাক্রোঁ দুপুরের দিকে সরাসরি জানিয়েছিলেন ট্রাম্প দুই দেশকে সংঘর্ষবিরতিতে আহ্বান জানাচ্ছেন। যদিও ট্রাম্প কিছুক্ষণেই জানিয়ে দেন 'ম্যাক্রোঁ সবসময় ভুল বোঝেন।' তাঁড় হাতে আরও বড় কাজ রয়েছে বলেও জানান।
তার ঠিক কয়েকঘণ্টা ব্যবধানে মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইজরায়েল-ইরান সংঘর্ষের সময় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই কোথায় লুকিয়ে আছেন তা আমেরিকা জানে, কিন্তু ‘এখনকার জন্য’ তাঁকে হত্যা করতে চায় না। মঙ্গলবারই ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন, ‘শর্তহীন আত্মসমর্পণ’-এর কথা।
পাল্টা উত্তর দেন খামেনেই। ট্রামএর হুঁশিয়ারি উড়িয়ে এক্স হ্যান্ডেলে খামেনেই যা লিখেছিলেন, তার ভাষান্তর করলে দাঁড়ায়, “নামির নামে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আলি তাঁর জুলফিকারকে নিয়ে খাইবারে ফিরে এসেছে।“ পরের দিকে তিনি আরও লেখেন, চাপিয়ে দেওয়া যুধ, চাপিয়ে দেওয়া শান্তি কোনওটাই মেনে নেবে না ইরান।
