আজকাল ওয়েবডেস্ক: অঞ্জন দত্ত কবেই গেয়েছেন, ‘হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ…’। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে বিশ্বনেতারা এখনও তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আশঙ্কা নিয়ে মুখ না খুললেও, সোশ্যাল মিডিয়া দেখে বোঝার উপায় নেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে নাকি হয়নি।
এক সপ্তাহ ধরে যুদ্ধ চলছে ইরান-ইজরায়েলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই, উলটে পরিস্থিতি খারাপ হচ্ছে দিনে দিনে। আমেরিকা ইরানকে কড়া বার্তা দিলেও, ইরান আবার জানিয়ে দিয়েছে, কোনও আরোপিত যুদ্ধ, কোনও আরোপিত শান্তি ইরান মেনে নেবে না। সপ্তম দিনেও ইরান-ইজরায়েল একে অপরের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে। ট্রাম্পকে বুধবার এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ধোঁয়াশা বজায় রেখে তিনি উত্তর দিয়েছেন। ইরানের পরমাণুকেন্দ্রে কি হামলা চালাবে আমেরিকা, ইরান-ইজরায়েল সংঘর্ষের মাঝে জড়াবে নিজেদের? ট্রাম্প জানিয়েছেন উত্তরে, ‘করতেও পারি, নাও করতে পারি।‘ ট্রাম্প আবার এক সপ্তাহের ডেডলাইন দিয়েছেন।
এই পরিস্থিতিতে মধ্য প্রাচ্যের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। একাধিক ইউজার আগত ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ নিয়ে নানা মিম পোস্ট করে চলেছেন।
একজন ইউজার জানিয়েছেন, তাঁর প্রথম বিশ্বযুদ্ধ, তিনি বেশ নার্ভাস।
my first World War, kinda nervous pic.twitter.com/yUBl1K78C1
— IndiaWarMonitor (@IndiaWarMonitor)Tweet by @IndiaWarMonitor
ভারত-পাক দ্বন্দ্বে ট্রাম্প মন্তব্য করেছিলেন। তাঁর মতে, তিনিই মধ্যস্থতা করে সংঘর্ষ থামিয়েছেন। এই যুদ্ধেও মতামত রেখেছেন। ট্রাম্পের পরিস্থিতি বোঝাতেও বেশ হাস্যকর মিম পোস্ট হয়েছে।
My thoughts on WWIII pic.twitter.com/kVYpAEQhLD
— りり (@lalenakittenns)Tweet by @lalenakittenns
একজন আবার লিখেছেন, পরমাণু হামলা হলে, তা যেন সকালবেলাতেই হয়। সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর যেন এই বিস্ফোরণ না ঘটে।
I am getting ready for WWIII pic.twitter.com/iie2lc6Bno
— HiMyNameIsJC ???? (@HiMyNameIsJC_)Tweet by @HiMyNameIsJC_
