আজকাল ওয়েবডেস্ক: একদিকে ইজরায়েলের সঙ্গে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে নিজের ঘরেই প্রেম করতে হলে ইরানিদের শরণ নিতে হয় অদ্ভুত সব আইনের। ইরানে চালু আছে 'মোতাহ্' বিয়ে—যেখানে মাত্র এক ঘণ্টার জন্যও বিয়ে করা যায়। শরিয়াহ অনুযায়ী বৈধ হলেও, এর ব্যবহার অনেক সময় পতিতাবৃত্তির বিকল্প হিসেবে দেখা হয়। আর চলছে ‘হোয়াইট ম্যারেজ’ বা সাদা সংসার—অর্থাৎ বিয়ের কাগজ ছাড়া যুগলের একসঙ্গে থাকা।
আইনে এটি দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে ব্যভিচারের অভিযোগে জেল পর্যন্ত হতে পারে। এমনকি কেউ নির্যাতিত হলেও, পুলিশের কাছে যেতে পারেন না—কারণ তাতে নিজেই অপরাধী হয়ে পড়েন। সরকার তরুণদের বিয়েতে উৎসাহ দিতে ডেটিং অ্যাপ, সুদমুক্ত ঋণ চালু করেছে। তবু তেহরানে প্রতি পাঁচটি বিয়ের একটির বিচ্ছেদ তরুণদের অনীহা বাড়াচ্ছে।
চমকপ্রদ তথ্য? ১৩ বছর বয়সে মেয়ের বিয়ে বৈধ, বিয়ের আগে কুমারীত্ব সার্টিফিকেট বাধ্যতামূলক পালক কন্যাকেও বিয়ে করতে পারেন অভিভাবক। যুদ্ধের ইরানে শুধু ফ্রন্টলাইন নয়, প্রেমও আজ এক যুদ্ধক্ষেত্র। সেখানে এক ঘণ্টার স্বামী হওয়া অনেক সময় কাগজে-কলমে বৈধ প্রেমের একমাত্র রাস্তা।
