আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের খান ইউনিস শহরে ইজরায়েলি বিশেষ বাহিনীর সঙ্গে সংঘর্ষে আল-নাসের সালাহ আদ-দিন ব্রিগেডসের বিশেষ অপারেশন্স কর্মকর্তা আহমদ কামেল সারহান নিহত হয়েছেন। প্যালেস্তাইন নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইজরায়েলি বাহিনীর সদস্যরা গৃহহীন মহিলার ছদ্মবেশে সারহানের বাড়িতে ঢুকে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের পর সারহানের স্ত্রী ও সন্তানকে অপহরণ করে ইজরায়েলি সেনারা মানবঢাল হিসেবে ব্যবহার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পিছু হটার সময় ইজরায়েলি বাহিনী একটি শিশুকে হত্যা করে।

আল-নাসের ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, সারহান বীরোচিতভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং ইজরায়েলি বাহিনীর পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে শহীদ হন। হামাস এই ঘটনাকে "ইজরায়েলি বাহিনীর নতুন পরাজয়" বলে মন্তব্য করেছে এবং আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে অপহৃত স্ত্রী ও সন্তানকে মুক্ত করতে হস্তক্ষেপ করতে।

যদিও ইজরায়েল দাবি করেছে এটি কোনও বন্দি উদ্ধারের অভিযান ছিল না, বিশ্লেষকদের মতে, তাদের উদ্দেশ্য ছিল খান ইউনিসে আটক ইজরায়েলি বন্দিদের উদ্ধার, যা ব্যর্থ হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ইজরায়েল “গিডিয়নের রথ” (Gideon’s Chariots) নামে নতুন স্থল অভিযান শুরু করেছে, এমন সময় যখন দোহায় যুদ্ধবিরতির আলোচনা চলছে।

এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে গাজা ও পশ্চিম তীরে ইজরায়েলি আগ্রাসন বন্ধ না হলে "টার্গেটেড নিষেধাজ্ঞা" আরোপের হুঁশিয়ারি দিয়েছে। তারা অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দিমুক্তি এবং দুই-রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।