আজকাল ওয়েবডেস্ক: বন্ধ হচ্ছে মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। খোদ সংস্থার প্রধান ন্যাথান অ্যান্ডারসন এ ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, গৌতম আদানি থেকে শুরু করে সেবি এবং সেবি'র প্রধানের বিরুদ্ধে পরপর বিস্ফোরক অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। যা আলোড়ন ফেলেছিল বিশ্বজুড়ে। 

 

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি হুমকির জেরে সংস্থা বন্ধের ঘোষণা করলেন তিনি? লম্বা পোস্টে ন্যাথান অ্যান্ডারসন সাফ জানিয়েছেন, 'কোনও হুমকি, আতঙ্ক, অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু তথ্য ফাঁস করার প্রয়োজন ছিল। তা করেছি। এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।' 

 

উল্লেখ্য, ২০২৩ সালে আদানি গোষ্ঠী এবং পরবর্তীতে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি, আর্থিক দুর্নীতি, বেআইনি লেনদেন এবং কর ফাঁকি দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ তুলেছিল এই সংস্থা। পাশাপাশি সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগ এনেছিল। যদিও গৌতম আদানি এবং মাধবী বুচ বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন।