আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময়ের আগে জি-সেভেন শীর্ষ সম্মেলন থেকে বেরিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়। জল্পনায় ঘি ঢালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আবার সাফ জানিয়ে দেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতির জন্যই ট্রাম্পের এত তাড়া। সেই কারণেই বেরিয়ে গিয়েছেন তিনি। তার ঘণ্টাখানেকও পেরোয়নি ট্রাম্পের গলায় একেবারে উলটো সুর। তিনি আবার সাফ জানালেন, ‘ম্যাক্রোঁ সবসময় ভুল বোঝে।‘
জানিয়েছেন, তাঁর তাড়াতাড়ি জি-সেভেন শীর্ষ সম্মেলন ছেড়ে আসার সঙ্গে ইরান-ইজরায়েল যুদ্ধের কোনও যোগ নেই। জল্পনা উস্কে বলেন, তাঁর হাতে আরও বড় কাজ রয়েছে।
( @realDonaldTrump - Truth Social Post )
— Donald J. Trump ???????? TRUTH POSTS (@TruthTrumpPosts)
( Donald J. Trump - Jun 17, 2025, 1:15 AM ET )
Publicity seeking President Emmanuel Macron, of France, mistakenly said that I left the G7 Summit, in Canada, to go back to D.C. to work on a “cease fire” between Israel and Iran. Wrong! He… pic.twitter.com/zWOlA2EsNUTweet by @TruthTrumpPosts
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, যুদ্ধবিরতি এবং তারপর বৃহত্তর আলোচনা শুরু করার জন্য দু’ দেশকেই বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না মধ্য প্রাচ্যের পরিস্থিতি এখনই সম্পূর্ণ ঠিক হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু যুদ্ধবিরতির বিষয়ে আশ্বাস দিয়েছে এবং তারাই ইজরায়েলকে চাপ দিতে পারে, সেই কারণেই পরিস্থিতি পরিবর্তনের বিষয়ে কিছুটা আশাবাদী তিনি।
জি৭ শীর্ষ সম্মেলন থেকে ট্রাম্পের সময়েরা আগেই বেরিয়ে যাওয়াকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণণা করে তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি আলোচনা পুনরায় শুরু করা উচিত এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া উচিত।‘
