আজকাল ওয়েবডেস্ক: জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গ এবং আরও ১১ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী রবিবার ইতালির সিসিলির কাটানিয়া বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। লক্ষ্য—ইজরায়েলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছানো এবং বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় সম্পর্কে সচেতনতা তৈরি।

‘ম্যাডলিন’ নামের নৌকাটি পরিচালনা করছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যেটি আগেও গাজা অবরোধ ভাঙার প্রচেষ্টা চালিয়েছে। যাত্রার আগে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে গ্রেটা বলেন, “যখন আমরা চেষ্টা করা বন্ধ করে দিই, তখনই আমাদের মানবতা হারিয়ে যায়। এই মিশন যতই বিপজ্জনক হোক, নীরব দুনিয়া তার চেয়েও বেশি ভয়ঙ্কর।”

গ্রেটা থুনবার্গের সঙ্গে রয়েছেন গেম অফ থ্রোনস অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ইউরোপীয় সংসদের ফরাসি-প্যালেস্তাইন সদস্য রিমা হাসান, যিনি ইতিমধ্যেই ইজরায়েলে নিষিদ্ধ। তবে এর আগে ‘কনসায়েন্স’ নামের আরেকটি জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়, যার পেছনে ইজরায়েলের হাত থাকার অভিযোগ তুলেছে সংগঠনটি।

ইজরায়েল জানিয়েছে, গাজার অবরোধ মূলত হামাসকে পনবন্দীদের মুক্তি দিতে চাপ দেওয়ার কৌশল। তবে প্রায় ১৯ মাসের যুদ্ধ পরিস্থিতিতে ৫২,০০০-এর বেশি প্যালেস্তাইনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু—এমনটাই দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রকের।

এই নৌমিশনের পাশাপাশি জুনে Global March to Gaza নামক আরেকটি আন্তর্জাতিক প্রতিবাদ কর্মসূচি মিশর থেকে রাফা সীমান্ত পর্যন্ত সংগঠিত হওয়ার কথা রয়েছে।মানবিকতা না প্রতিরক্ষা—বিশ্ব দেখছে।