আজকাল ওয়েবডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড সাক্ষাৎকারে হাজির হওয়া ব্যক্তিদের যাঁদের মধ্যে আমেরিকান নাগরিকদের স্বামী/স্ত্রীও রয়েছেন—সরাসরি আটকে দিচ্ছে ফেডারেল সংস্থাগুলি। সান ডিয়েগোর মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) কার্যালয়ে একাধিক আটক-ঘটনার খবর সামনে আসায় উদ্বেগ ছড়িয়েছে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে। 


ইমিগ্রেশন আইনজীবী সমান নাসেরি জানান, USCIS–এর গ্রিন কার্ড সাক্ষাৎকারে হাজির হওয়া ভিসা-ওভারস্টে ব্যক্তিদের উপর এখন সরাসরি অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। যাঁরা বৈধভাবে প্রবেশ করলেও পরে ভিসা-অবস্থার মেয়াদ পেরিয়ে গিয়েছেন, তাঁদের গ্রিন কার্ড সাক্ষাৎকারের সময়ই গ্রেফতার করছে।


তিনি জানান, গত সপ্তাহেই তাঁর পাঁচজন ক্লায়েন্টকে গ্রিন কার্ড সাক্ষাৎকার চলাকালীন হাতকড়া পরিয়ে আটক করা হয়েছে। এই ব্যক্তিদের কারও বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড বা পূর্ব গ্রেপ্তারের ইতিহাস নেই। তাঁর কথায়, “আমার সব ক্লায়েন্ট বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, পরে ভিসার মেয়াদ পার হয়ে গেছে। এঁরা প্রত্যেকেই মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহিত এবং নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী নাগরিকত্বের আবেদন করছিলেন। তবু তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।


আরও এক ইমিগ্রেশন অ্যাটর্নি হাবিব হাসবিনি একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, “প্রথম ঘটনাটি ঘটেছিল ১২ নভেম্বর, ICE–এর নতুন নির্দেশিকা জারি হওয়ার আগের দিন। এরপর আরও চারজনকে আটক করা হয়েছে এবং বিভিন্ন পরিবার থেকে আমাকে একই ধরনের ঘটনার বহু ফোনকল আসছে।”


হাসবিনির পর্যবেক্ষণ, এই আটক প্রক্রিয়া আপাতত সান ডিয়েগোর USCIS কার্যালয়েই সীমাবদ্ধ। তবে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে তাঁর আশঙ্কা। তিনি জানান, নির্ধারিত সাক্ষাৎকারে হাজির হওয়া অবশ্যই প্রয়োজন, কারণ অনুপস্থিত থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তবে ভিসা-অবস্থাহীনদের যে কোনও সময়ই ICE গ্রেপ্তার করতে পারে—সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলেও।


আরও এক আইনজীবী টেসা ক্যাব্রেরা জানান, তাঁর ক্লায়েন্ট—যিনি ২০০২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন—গ্রিন কার্ড সাক্ষাৎকারের সময় হঠাৎই আটক হন। তাঁর মার্কিন নাগরিক কন্যা বাবার স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ক্যাব্রেরার বর্ণনা অনুযায়ী, “USCIS কর্মকর্তা বললেন ‘এক মুহূর্ত’, তারপর দু’জন ICE অফিসার এসে তাঁর নাম জিজ্ঞেস করেই হাতকড়া পরান।” পরে তাঁকে ফেডারেল ভবনের বেজমেন্টে নিয়ে গিয়ে ওটাই মেসা ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।


ICE কর্মকর্তারা ক্যাব্রেরাকে একটি “Warrant for Arrest” দেন, যেখানে উল্লেখ ছিল—ইমিগ্রেশন অফিসারের কাছে দেওয়া বিবৃতি বা প্রাপ্ত প্রমাণ থেকে বোঝা যাচ্ছে তিনি ‘ইমিগ্রেশন স্ট্যাটাসহীন’ অথবা আইনের চোখে ‘রিমুভেবল’।


ICE–এর মুখপাত্র জানান, “জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ICE লক্ষ্যমুখী অভিযানের মাধ্যমে ফেডারেল ইমিগ্রেশন আইন প্রয়োগ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে উপস্থিত ব্যক্তিরা—USCIS–এর মতো ফেডারেল ভবনেও—গ্রেপ্তার, আটক এবং বহিষ্কারের মুখোমুখি হতে পারেন।”


এই নতুন নীতি এবং সান ডিয়েগোতে ঘটে যাওয়া ধারাবাহিক আটক-ঘটনা অভিবাসী মহলে তীব্র উদ্বেগ তৈরি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—গ্রিন কার্ড প্রক্রিয়ার নিয়ম মেনে হাজির হওয়া ব্যক্তিদের যদি সেখানেই গ্রেপ্তার করা হয়, তবে অভিবাসীরা আর কোথায় নিরাপদ?