আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলছে। এখন গোটা বিশ্বের নজর রয়েছে আইপিএলের দিকে। তবে এরই মধ্যে নতুন খবর চলে এল শিরোনামে। সেখানে রয়েছেন গুগুলের সিইও সুন্দর পিচাই।


বেশ কয়েকদিন ধরেই এই খবর উঠে এসেছে গুগুলের সিইও সুন্দর পিচাই নাকি একটি আইপিএল দল কিনবেন। বিশ্বের অন্যতম সেরা এই খেলার দিকে তারও নজর রয়েছে। তবে তিনি আইপিএল দল কিনবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল নতুন বিতর্ক। 


ক্রিকেটের অন্ধ ভক্ত গুগুলের সিইও সুন্দর পিচাই। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আইপিএলের মতো খেলাকে পছন্দ করেন। যেভাবে এখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন তা দেখে তিনি অবাক হয়েছেন। পাশাপাশি ক্রিকেট নিয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে যে উন্মাদনা তৈরি হয়েছে তা নিয়েও তিনি খুশি। তবে তিনি এখনই আইপিএল দল কেনা নিয়ে কোনও সঠিক খবর দেননি। 

 


তবে গুগুলের সিইও মনে করছেন তিনি আইপিএল নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা করছেন। ভবিষ্যতে তিনি এমন কোনও সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। 

 


আইপিএল নিয়ে যেভাবে গুগুলের সিইও নিজের মত দিয়েছেন সেখান থেকে ক্রিকেট ভক্তরা এবার নতুন টিমের অপেক্ষায় রয়েছেন। এই টিম চলতি বছরের আইপিএলে আত্মপ্রকাশ না করলেও পরবর্তীকালে সেটা হতেই পারে। তখন নতুন টিম নিয়ে ফের তৈরি হবে নতুন করে উন্মাদনা। সেই দলে কারা থাকবেন তা নিয়েও তখন তৈরি হবে জল্পনা। সেখানে কোন ভারতীয় ক্রিকেটাররা খেলবেন, বাইরে থেকেই বা কারা খেলবেন তা নিয়ে তৈরি হবে নানা কথা। 

 


চলতি বছরের আইপিএলে ভাল শুরু করেছে বিরাট কোহলির দল। তারা শুরুতেই নাইটদের হারিয়েছে। সমস্ত খেলার দিকেই নজর রেখেছেন গুগুল সিইও সুন্দর পিচাই। তিনি এবার কোন সিদ্ধান্ত নেবেন। নতুন দল কিনে তিনি আইপিএল মহাযজ্ঞে সামিল হবেন, নাকি দূর থেকেই আইপিএল দেখা শান্তি পাবেন সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেটভক্তরাও।