আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে তারা যমজ ভাই-বোন। বয়স মাত্র চার। পরিবারের উপস্থিতিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হল তারা। মালাবদল থেকে শুরু করে জনসমক্ষে চুম্বন। বিয়ের কোনও রীতিই বাদ পড়েনি। সমস্ত আচার মেনেই বিয়ে সারল যমজ ভাই-বোন। যা দেখে রীতিমতো চোখ ছানাবড়া নেটিজেনদের। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। কালাসিনের প্রচয়া রিসর্টে ধুমধাম বিয়ের আয়োজন করা হয়েছিল। আত্মীয়, পরিজনদের সাক্ষী রেখে বিয়ে সারল চার বছর বয়সি যমজ ভাই-বোন। বিয়ের অনুষ্ঠানটি ছিল ২৮ জুন। ১৪ জুন ছিল তাদের জন্মদিন। পরপর উদযাপনে মেতে ওঠে গোটা পরিবার। 

 

ছবি, ভিডিওতে দেখা গেছে, যমজ ভাই-বোনের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী। মালাবদলের পর নবদম্পতিকে আশীর্বাদ করেন তাঁরা। যমজ ভাই-বোনের বিয়ের খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন তাদের মা। জানিয়েছেন, সমস্ত রীতি মেনে মেনেই বিয়ের আয়োজন করা হয়েছিল। মালাবদলের পর চার বছরের খুদে একে অপরকে চুম্বনেও ভরিয়ে দেয়। 

 

তবে এটি থাইল্যান্ডের পুরনো রীতি। অনেকেরই ধারণা, যমজ ভাই-বোন পূর্বজন্মে একে অপরের প্রেমিক প্রেমিকা ছিলেন। এই জন্মে তাই যমজ ভাই-বোন হয়ে আসে। রোগব্যাধি, দুর্ঘটনা, দুর্ভাগ্য দূর করতে তাই যমজ ভাই-বোনের বিয়ে দেওয়া হয়। ১০ বছর বয়সের আগেই এই বিয়ের অনুষ্ঠান সারা বাধ্যতামূলক। তবেই শুভ ফল পাওয়া যায়।