আজকাল ওয়েবডেস্ক : বিশ্বের সবথেকে ধনী ইলন মাস্কের সম্পদ নতুন মাইলফলক ছুঁল। এর পরিবার বর্তমানে ৩৪৮ বিলিয়ন ডলার। আগের রেকর্ড নভেম্বর ২০২১ সালের ৩৪০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এই বৃদ্ধির পেছনে রয়েছে টেসলার শেয়ারের বড় উত্থান এবং তার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পর বাড়তি মূল্যায়ন।
শুক্রবার টেসলার শেয়ার প্রায় ৩.৮% বৃদ্ধি পেয়ে ৩.৫ বছরের সর্বোচ্চ ক্লোজিং দাম ৩৫২.৫৬ ডলারে পৌঁছায়। এর পাশাপাশি এআই নতুন অর্থের হিসাবে ৫০ বিলিয়ন ডলারের ঘরে গিয়েছে। এরফলে মাস্কের সম্পদে আরও প্রায় ৭০ বিলিয়ন ডলার যোগ হয়েছে। নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ট্রাম্পের ব্যবসাবান্ধব নীতি এবং সরকারি নিয়মকানুন সহজ করার পরিকল্পনা মাস্কের টেসলা, স্পেসএক্স, এআই এবং নিউরোলিঙ্কের মতো সংস্থার পক্ষে সহায়ক বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি এক মার্কিন বিচারক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মাস্কের বিরুদ্ধে শাস্তির আবেদন নাকচ করেছেন। যদিও মাস্ক আদালতের নির্দেশে সাক্ষ্য দিতে প্রথমে অনুপস্থিত ছিলেন তবে পরে তিনি সাক্ষ্য দেন এবং তার খরচও বহন করেন। তার এই ব্যবহারের ফলে বিচারক অতিরিক্ত শাস্তি প্রয়োজনীয় বলে মনে করেননি। ইলন মাস্কের এই আর্থিক সাফল্য তার প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রের অসাধারণ অগ্রগতিরই প্রতিফলন।
তবে অনেকেই মনে করছে মাস্কের হঠাৎ এই উত্থানের পিছনে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় অবদান রয়েছে। তার সঙ্গে মাস্কের ব্যক্তিগত সম্পর্ক যে হারে ভাল তাতে আগামীদিনে মাস্ক আরও বেশি সকলকে প্রভাবিত করবেন। মাস্কের সঙ্গে ট্রাম্পকে ঘনঘন দেখা যাচ্ছে। এটাও মাস্কের ব্যবসার উপর বিরাট প্রভাব বিস্তার করেছে।
