আজকাল ওয়েবডেস্ক: দু’ জনের যে সম্পর্কের রসায়ন দেখছে বিশ্ব, তাতে গলায় গলায় থেকে আদায় কাঁচকলায় বললে কিছু ভুল হবে না। এই মাস খানেক আগের কথা। ব্যবসায়ী মাস্ক, একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন ট্রাম্পকে জেতানোর জন্য। পরের মাসখানেক ঠিকঠাক চললেও, সুর কেটেছে।

এখন ট্রাম্প বলছেন, ইলন মাস্ক না থাকলেও তিনি জিততে পারতেন। আবার মাস্ক হুমকি দিচ্ছেন 'বোম' ফেলার। আমেরিকার পরিস্থিতি ভাবাচ্ছে বিশ্বকে। ট্রাম্প-মাস্ক সম্পর্কে চিড় ধরেছে, তা পরপর কয়েকদিনের ঘটনাক্রমেই একপ্রকার স্পষ্ট হচ্ছিল। তাই বলে, এই বাক-যুদ্ধ সামনে আসবে, ভাবতে পারেননি অনেক তাবড় নেতাই।

?ref_src=twsrc%5Etfw">June 5, 2025

ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, তিনি মাস্ক-কে অনেক সাহায্য করেছিলেন। মাস্ক পাল্টা দাবি করেন, তিনি না থাকলে ভোট বৈতরণী পেরোতেই পারতেন না ট্রাম্প। গায়ে কথা না রেখে, আবার পাল্টা ট্রাম্পের, জানান, মাস্ক ছাড়াই আমেরিকার পেনসিনভেনিয়া প্রদেশে জয় নিশ্চিত ছিল তাঁর। পরের মন্তব্য ঠিক তার পরেই।

সংঘাত চরমে পৌঁছেছে, মাস্কের নয়া পোস্টে। শিল্পোদ্যগী লিখেছেন, সময় এসেছে, বড় বোমা ফেলার। তারপরেই লিখেছেন, এপস্টাইন ফাইলে নাম রয়েছে ট্রাম্পের। ট্রাম্পের এই পোস্টের পর, সত্যি নিয়ে বেশ কৌতূহল প্রকাশ করেছে ডেমোক্র্যাট।