আজকাল ওয়েবডেস্ক: জাপানে সম্প্রতি এক ২৫ বছর বয়সী যুবকের বিরল রোগ ধরা পড়েছে—‘ড্রপড হেড সিন্ড্রোম’। ডাক্তারদের মতে, দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে নিচু হয়ে তাকিয়ে থাকার ফলে তাঁর ঘাড়ের পেশি এতটাই দুর্বল হয়ে পড়ে যে, তিনি আর মাথা তুলতে পারেননি।
জেপানিজ অর্থোপেডিক সোসাইটি'র JOS Case Reports-এ প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ওই যুবক তাঁর কৈশোরে চরমভাবে হেনস্তার শিকার হন এবং স্কুল ছেড়ে দেন। পরবর্তীতে নিজেকে একেবারে গুটিয়ে নিয়ে মোবাইল ফোনের মধ্যে সময় কাটাতেন। এর ফলে তাঁর ঘাড়ের হাড়ে বিকৃতি ঘটে, পেশিতে শক্তি হারায় এবং ঘাড়ে বড় একটি ফোলাও দেখা যায়।
ডাক্তারদের মতে, প্রথমে ঘাড়ে ব্যথা, খাবার গিলতে সমস্যা এবং ওজন হ্রাসের মতো উপসর্গ দেখা গিয়েছিল। চিকিৎসা হিসেবে কলার ব্যবহার করেও উপকার না পেয়ে অস্ত্রোপচার করতে হয়। মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ বাদ দিয়ে, স্ক্রু ও ধাতব রড বসিয়ে ঘাড় স্থিতিশীল করা হয়।
ছয় মাস ধরে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, তবে পূর্ণ সুস্থ হওয়ার জন্য আরও সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শ, স্মার্টফোন ব্যবহারে সংযম এবং নির্দিষ্ট সময় পরপর বিরতি নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের কড়া সতর্কতা—অস্বাভাবিক ঘাড়ের ভঙ্গিমায় দীর্ঘ সময় মোবাইল ব্যবহার যুবসমাজের জন্য বিপজ্জনক ভবিষ্যৎ ডেকে আনতে পারে।
