আজকাল ওয়েবডেস্ক: রাত পেরোলেই ভোট। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধেয় ভোট শুরু হবে আমেরিকায়। এই ভোটের সঙ্গে জড়িয়ে বিশ্বের আর্থ-সামাজিক পরিস্থিতির বহু বিষয়, স্বাভাবিক ভাবেই এই ভোটের দিকে তাকিয়ে সব পক্ষও। কমলা হ্যারিসের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। কে মসবেন মার্কিন মুলুকের মসনদে?
৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও, ইতিমধ্যে আগাম ভোট পর্ব শুরু হয়েছে সে দেশে। কয়েক কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাছাড়াও এই মুহূর্তে জোর আলোচনা সেখানকার সাতটি অনিশ্চিত আসন নিয়ে। ওই সাতটি কেন্দ্রের ভোটারদের উপর করা সমীক্ষা বলছে, ওইসব অঞ্চলের প্রায় ৪৯ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবেন। সেদিক থেকে রিপাবলিকান প্রার্থী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের থেকে এগিয়ে থাকবেন প্রায় ১.৮ শতাংশ ।
অ্যারিজোনায় ট্রাম্প এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। নেভাদায় প্রায় ৫১ শতাংশ মানুষ ট্রাম্পের পক্ষ ভোট দেবেন বলে জানাচ্ছেন। উত্তর ক্যারোলিনার ৪৬.৮ শতাংশ মানুষ যেখানে কমলা হ্যারিসকে ভোট দেবেন বলে জানাচ্ছেন, তখন ট্রাম্পের পাশে ৫০.৪ শতাংশ ভোট পড়বে বলেই মনে করছে সমীক্ষা।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন তিন ভাগে বিভক্ত। একদিকে রেড স্টেট, অর্থাৎ রিপাবলিকানদের দ্বারা প্রভাবিত। অন্যদিকে ব্লু স্টেট, যারা প্রভাবিত ডেমোক্র্যাটিক পার্টির দ্বারা, আর রয়েছে অনিশ্চিত রাজ্য।রেড স্টেট গুলিতে ১৯৮০ থেকে টানা জিতেছিল রিপাবলিকানরা। ১৯৯৩২ থেকে ব্লু স্টেট গুলিতে টানা জিতছে ডেমোক্র্যাটিকরা।
উল্লেখ্য, আমেরিকার নির্বাচনে থাকছে বাংলা ভাষার ব্যালট পেপারও। মার্কিন নির্বাচনে ২০১৩ থেকেই থাকে বাংলা ব্যালট পেপার।
