আজকাল ওয়েবডেস্ক: আলিঙ্গন করার লোক কি কম পড়েছে? চীনের তরুণীদের দেখে তো তা-ই মনে হচ্ছে। শি জিনপিংয়ের দেশের তরুণীরা পুরুষদের কাছ থেকে পাঁচ মিনিটের আলিঙ্গনের জন্য অর্থ ব্যয় করতেও রাজি হয়ে যাচ্ছেন। এর জন্য সুপুরুষদের বেছে নিচ্ছেন তরুণীরা।

এই ধরণের সুপুরুষদের ‘মেন মাম’ বলে ডাকা হচ্ছে। এর অর্থ যে সকল পুরুষরা মহিলাদের সান্ত্বনামূলক আলিঙ্গন প্রদান করে থাকেন। এর পাশাপাশি শক্তির সঙ্গে ভদ্রতার মিশ্রণও থাকে। আলিঙ্গন করার চুক্তি চ্যাটিং অ্যাপের মাধ্যমে হচ্ছে। সাধারণত মল বা সাবওয়ে স্টেশনের মতো খোলা স্থানে সাক্ষাতের পর করা হচ্ছে আলিঙ্গন। এই কিছুক্ষণের আলিঙ্গনের জন্য ৫০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৬০০ টাকা) খরচও করছেন তরুণীরা।

সম্প্রতি মানসিক চাপে থাকা ছাত্রী অনলাইনে পোস্ট করেছেন, থিসিসের চাপ সামলাতে তিনি একজন দয়ালু, উপযুক্ত ‘মেন মাম’-এর কাছ থেকে আলিঙ্গন চান। এর জন্য অর্থ প্রদান করতেও প্রস্তুত। তিনি লিখেছেন, "স্কুলে পড়ার সময় একবার একজন আমাকে জড়িয়ে ধরেছিলো এবং আমি নিরাপদ বোধ করছিলাম। আমরা কেবল একটি সাবওয়ে স্টেশনে পাঁচ মিনিটের জন্য একে অপরকে জড়িয়ে ধরতে পারি।" সঙ্গে সঙ্গে পোস্টটি ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় এরকম আরও পোস্ট ধীরে ধীরে চোখে পড়ছে যেখানে বড় বড় শহরের মহিলারা আলিঙ্গনের জন্য টাকা দিতে রাজি। তাঁরা আচরণ, ধৈর্য, ​​শারীরিক গঠন এবং চেহারার উপর ভিত্তি করে পুরুষদের বেছে নিচ্ছেন। প্রায়শই দেখা করার আগে একান্তে কথা বলে। অনেক সময় পছন্দের তালিকায় ক্রীড়াবিদরাও থাকছেন।

বেশিরভাগ আলিঙ্গনই সাবওয়ে স্টেশন বা শপিং মলের মতো খোলামেলা জায়গায় ঘটে। খরচ ২০ থেকে ৫০ ইউয়ান (২৫০ থেকে ৬০০ টাকা)। একজন মহিলা জানিয়েছেন, তিন ঘণ্টা ওভারটাইম করার পর, তিনি একজন পুরুষকে খুঁজে পান যিনি তাঁকে তিন মিনিট ধরে জড়িয়ে ধরেছিলেন। বসের ব্যাপারে নিন্দা করার সময় তাঁর কাঁধে আলতো করে হাত বুলিয়ে দিয়েছিলেন।