আজকাল ওয়েবডেস্ক: প্রেমের টানে প্রাণের বাজি। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হওয়ার ভয়ে নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেললেন তরুণী! প্রেমিকের স্ত্রী যাতে জানতে না পারেন, তার জন্য কয়েক মিনিট ঝুলে থাকলেন ১১তলা থেকে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। গুয়াংডং প্রদেশে এক বহুতল আবাসনের ১১ তলার ফ্ল্যাটের জানলা থেকে ঝুলতে দেখা গেছে এক তরুণীকে। ফাঁকা ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে যৌনতায় মত্ত ছিলেন তিনি। আচমকাই ঘরে ঢুকে পড়েন স্ত্রী। তখনই তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তরুণী। নিরুপায় হয়ে ১১ তলার জানলা থেকে ঝুলতে থাকেন কয়েক মিনিট। 

?utm_source=ig_embed&ig_rid=0173296b-6efd-423c-901c-b7cd12d11935

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ৩০ নভেম্বর। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি তরুণীর সঙ্গে জানলা দিয়ে মুখ বাড়িয়ে কথা বলছিলেন। ওই ব্যক্তির পরনে কোনও জামা ছিল না। কয়েক সেকেন্ড কথা বলার পরেই তিনি চলে যান। এদিকে ১১তলার ঘরের জানলা থেকে ঝুলতেই থাকেন তরুণী। তাঁকে বাঁচাতেও এগিয়ে আসেননি ওই ব্যক্তি। 

কয়েক মিনিট পর ধীরে সুস্থে পাশের ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে নীচে নেমে যান তরুণী। সরু পাইপ বেয়ে নীচে নেমে আসেন। নীচের ফ্ল্যাটের এক সহৃদয় ব্যক্তি তাঁকে উদ্ধার করেন সেখান থেকে। কোনও মতে প্রাণ রক্ষা পায় তরুণীর। 

ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে প্রেম থাকলেও, দায়িত্ব নিতে চান না কেউ। যেভাবে তরুণীকে প্রাণের ঝুঁকি নিতে হয়েছে, তা অত্যন্ত ভয়ঙ্কর। ঘটনাটি ভাইরাল হতেই ওই ব্যক্তির সমালোচনায় মুখর নেটিজেনরা। 

গত জুন মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল ভারতে। পরনে শুধুমাত্র অন্তর্বাস। অর্ধনগ্ন অবস্থায় ব্যালকনি থেকে সোজা নীচে ঝাঁপ দিয়েই পালিয়েছিলেন এক যুবক। জনসমক্ষে এহেন কাণ্ডে ছড়িয়েছিল চাঞ্চল্য। শুধু কি তাই! সেই মুহূর্তের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা চলছিল। 

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সরু গলির মধ্যে একটি বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন অর্ধনগ্ন এক যুবক। পরনে শুধুমাত্র জাঙ্গিয়া। অর্ধনগ্ন অবস্থাতেই পালানোর চেষ্টা করছিলেন তিনি। এদিকে গলির মুখে আম জনতাও হাজির। সকলেই হা করে দৃশ্যটি দেখছিলেন। কেউ কেউ হাসতে হাসতে লুটিয়ে পড়েন। 

তখনই সাহসী পদক্ষেপ করেন যুবক। অর্ধনগ্ন অবস্থাতেই ব্যালকনি থেকে সোজা নীচে ঝাঁপ দেন। তারপরেই ছুটে পাশের গলি দিয়ে পালিয়ে যান। এই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হেসে লুটোপুটি খান নেটিজেনরা। কেউ কেউ আবার দুশ্চিন্তাও প্রকাশ করেন। 

জানা গেছে, এক বিবাহিত তরুণীর প্রেমে পড়েছিলেন যুবক। যে সময় বাড়িতে স্বামী ছিলেন না, তখনই যুবককে ঘরে ডাকেন তরুণী। সেই ডাকে সাড়া দিতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই তরুণীর স্বামী বাড়িতে চলে আসেন। ঘরে ঢুকে যুবকের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন‌। দু'জনেই অর্ধনগ্ন ছিলেন। তরুণীর স্বামীর ভয়েই অর্ধনগ্ন হয়ে পালিয়ে যান ওই যুবক। উঁচু থেকে ঝাঁপ দেওয়ার পর তাঁর কোনও চোট লেগেছে কি না, তা নিয়েও কৌতূহল দেখান নেটিজেনরা।