আজকাল ওয়েবডেস্ক: এআই নিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চিন। তাদের তৈরি করা এআই বিশ্বের সকল এআইকে পিছনে ফেলে দিয়েছে। ডিপসিক নামে ওই এআই ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে গুগুলের এআইকে। চ্যাটজিপিটি, জেমিনি এবং ক্লাউড এআইকে নাস্তানাবুদ করেছে চিনের ডিপসিক এআই।


মার্কিন বাজারে ইতিমধ্যেই নিজের কাজ শুরু করে দিয়েছে ডিপসিক এআই। এরফলে মার্কিন স্টক মার্কেটেও বড় ধস নেমেছে। তরুণরা অনেক বেশি চিনের এআইকে নিজের সমস্ত কাজ করিয়ে নিচ্ছেন। খুব কম সময়ের মধ্যেই ডিপসিক এআই তার খেলা দেখাতে শুরু করে দিয়েছে। 

 


তবে অনেকেই হয়তো জানেন না সিংহাসনের পিছনে অদৃশ্য শক্তিটি কোথায়। তার নাম লুও ফুলি। যাকে চিনের সকলের বিস্ময় বালিকা বলে ডাকতে শুরু করে দিয়েছে। ২৯ বছরের এই যুবতী চিনের এআই তৈরিতে সবথেকে বেশি অবদান রেখেছে। তার বুদ্ধি এবং সহজাত প্রতিভার কাছে মাথা নত করেছে বিশ্বের তাবড় বুদ্ধিমানরা। 


লুও-র জীবন শুরু হয় বেইজিং নর্মাল বিশ্বভারতী থেকে। সেখানে লুও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া শুরু করেছিল। তবে তার সহজাত প্রতিভা দেখে তার প্রতিষ্ঠান তাকে এআই তৈরির দিকে ঠেলে দেয়। সেখান থেকে তার জীবনে বিরাট সফলতা আসে। তাকে এরপর যোগ্য সহায়তা করে টেক জায়েন্ট বলে পরিচিত আলিবাবা এবং জিওমি। তারা তাকে রিসার্চার হিসাবে নিয়োগ করে। সেখানেই নিজের প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে আসে লুও।

 


ডিপসিকের সদস্য হিসাবে কাজ করতে শুরু করে লুও। তারপর সেখান থেকে ডিপসিক কীভাবে দ্রুত নিজের কাজ করতে পারবে তা নিয়ে কাজ করতে থাকে। ফাইনালি যখন তার কাজ শেষ হয় তখন দেখা যায় ডিপসিক সকলকে মাত করে দিয়েছে। লুও-র কাজ দেখে জিওমি তাকে নিজের প্রতিনিধি হিসাবে কাজ করার অফার দিয়েছে। সেখানে তাকে ১০ মিলিয়ন ইউআনের প্যাকেজ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া অন্য সুবিধাও থাকছে। গোটা বিশ্বের কাছে তাই এখন নজরে লুও।