আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকে অবাক করে দিতে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে চিন। তারা নিজেদের তৈরি করা এআই ছবি দিয়ে বিশ্বকে বোকা বানাবে। চিনের এআই প্রতিষ্ঠানগুলি এখন এই কাজ জোরকদমে করে চলেছে। তাদের একমাত্র টার্গেট আমেরিকার আগে গোটা বিশ্বে এআই দিয়ে সবকিছু নিজেদের আয়ত্ত্বে নিয়ে আসা।

 


যেভাবে চিন এই নতুন এআই তৈরি করছে তাতে দেখা যাবে প্রতিটি দেশের মানুষ অতি সহজেই চিনের এই এআইয়ের উপর নির্ভরশীল হয়ে পড়বে। এমনিতেই চিনের তৈরি করা বিভিন্ন সামগ্রী গোটা বিশ্বে এক আলাদা ছাপ ফেলেছে। আর যদি এবার চিনের তৈরি করা এই নতুন এআই তার খেল দেখাতে শুরু করে তাহলে সেখান থেকে বেরিয়ে আসা গোটা বিশ্ববাসীর কাছে অসম্ভব হয়ে যাবে। 

 


শুধু ছবি নয় এআই দিয়ে তৈরি করা যাবে ভিডিও। এটি একটি বাড়তি সংযোজন করছে চিনের সংস্থাগুলি। তারা মনে করছে চিনে তৈরি করা এই নতুন এআই ভিডিও গোটা বিশ্ববাসীর মনে ধরবে। যেকোনও ধরণের দাবি মেটাতে পারবে এই ভিডিও। তবে এই কথা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যদি এই ধরণের ফেক ভিডিওতে বাজার ছেয়ে যায় তাহলে আসল ভিডিও তার সত্যতা হারাবে। এটির দাম ৫৫ শতাংশ কম হবে বলেও দাবি জানিয়েছে চিন।


দেখা যায় আসল ভিডিও নিয়ে অনেক সময় সন্দেহ তৈরি হয়ে থাকে। সেখানে যদি ফেক ভিডিওর রমরমা শুরু হয়ে যায় তাহলে অনেক বেশি সমস্যায় পড়বে বিভিন্ন দেশ। চিন এই নতুন এআই-য়ের বেশ কয়েকটি আপডেট ভার্সনও চালু করবে। এটি যেকোনও ভাষাকে বুঝতে সক্ষম হবে। ফলে নিজের মনের মতো ছবি বা ভিডিও পেতে বেশি সময় লাগবে না। এটি যদি বাজারে ছেয়ে যায় তাহলে অন্য সমস্ত এআই কার্যত নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রতিটি মানুষের হাতে হাতে চলে যাবে চিনের এই ভিডিও। 


চিনের এআই প্রযুক্তিকে টেক্কা দিতে পারবেন না কেউ। খুব কম খরচে তৈরি করা এই এআই বিশ্বে এআই-য়ের বাজারকে নষ্ট করে দেবে। বিভিন্ন সেক্টরে এই নতুন এআই-কে ছড়িয়ে দেওয়াই এখন চিনের কাছে প্রধান টার্গেট।