আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। টানা তিনদিন সংঘর্ষ চলছে দুই দেশের মধ্যে। গত ১৩ জুন রাতে ইজরায়েল অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। তারপর থেকেই দু’পক্ষের মধ্যে হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, হাতে ভগবদগীতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নেতানিয়াহু। চলতি পরিস্থিতিতে এই ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য পড়ে গিয়েছে নেটমাধ্যমে।
ব্যাপারটা আসলে কী? এই ছবি আসলে ২০২১ সালের। তখন উর্বশী রাউটেলা মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতায় বিচারক হিসেবে ইজরায়েল গিয়েছিলেন। সেই সময়ই তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে ভগবদ গীতা উপহার দেন। উর্বশী নিজেই সেই সময় ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমার এবং আমার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’। শুধু ছবি নয়, উর্বশী পরে একটি মজার ভিডিও শেয়ার করেন।
