আজকাল ওয়েবডেস্ক
: বেলায় বেলায় বদলে যাচ্ছে পড়শি দেশের পরিস্থিতি। সোমবার হাসিনা দেশত্যাগের পরেই সেনাশাসন জারি হয়। সেনা প্রধান জানিয়ে দেন, দ্রুত সে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কী দাবি থাকে সেদিকে নজর ছিল সব পক্ষের।

The interim govt. of the student-citizen uprising will be formed with Dr. Muhammad Yunus as the Chief Advisor. Proposals for the names of the other members of the interim govt. will be shared tomorrow morning.



No other govt. will be accepted, calling everyone to stay on the…

pic.twitter.com/E4Rn16mlT7


— Basherkella - বাঁশেরকেল্লা (@basherkella)

August 5, 2024




এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের। সাফ জানিয়ে দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোবেলজয়ী ড. মহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিচ্ছে। এই বিষয়ে তাঁরা ইতিমধ্যে ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সঙ্গেই জানানো হয়েছে, তিনি আলোচনায় এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২৪ ঘণ্টা সময় চাইলেও, জরুরি পরিস্থিতিতে একটি ভিডিও বার্তায় নিজেদের অবস্থানের কথা জানায় তারা। মঙ্গলবার ভোররাতের ভিডিও বার্তায় সাফ জানানো হয়, সকালের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান তাঁরা। দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম তারা ঘোষণা করবে বলেও জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন পর্যন্ত মুক্তিকামী ছাত্রজনতা রাজপথে থেকে রক্ষা করবে অভ্যুত্থানকে। ছাত্র জনতার প্রস্তাব ব্যতীত অন্য কোনও সরকার মেনে নেওয়া হবে না বলেও জানান । সেনা শাসন কিংবা অন্য কোনও শাসন মানা হবে না বলেও জানিয়েছে তারা।