আজকাল ওয়েবডেস্ক: হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রীর পদে ছিলেন, তখন তাঁর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে ছিলেন পুত্র সাজিব ওয়াজিদ জয়। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে, দেশ ছেড়েছেন মুজিবকন্যা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখন বিক্ষোভকারীদের দখলে। তান্ডব চলছে ঢাকার নানা জায়গায়। ৩২-ধানমন্ডিও জ্বলছে।

 এসবের মাঝেই জানা গিয়েছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিবিসিকে হাসিনা-পুত্র জানিয়েছেন তাঁর মায়ের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে। বিবিসি সূত্রে খবর, জয় জানিয়েছেন, রবিবার থেকেই পদত্যাগের পরিকল্পনা করছিলেন হাসিনা। পরিবারের কথা এবং নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ত্যাগ করেন সোমবার।

 তিনি যে আর রাজনীতিতে ফিরবেন না, সেকথাও জানিয়েছেন তিনি। জয় বলেন, হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছন। বলেন, ‘তিনি যখন ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র ছিল। গরীব দেশ ছিল।‘ দীর্ঘ সময় ধরে এত পরিশ্রমের পরেও তাঁর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সমগ্র ঘটনায় হাসিনা ‘নিরাশ’ বলেও উল্লেখ করেছেন জয়। 

সোমবার দুপুরেই জল্পনা তীব্র হয়, দেশ ছাড়ছেন হাসিনা। কিছুক্ষণেই জানা যায়, পদত্যাগ করে, বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়েছেন মুজিব কন্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পৌঁছেছেন তিনি। এই মুহূর্তে পদ্মাপারে জারি সেনাশাসন।