আজকাল ওয়েবডেস্ক: একটি পুরোনো ভিডিও আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে একটি মেরুভালুকের বুদ্ধিমত্তা নতুন করে সবার মন জয় করেছে। সাধারণত বরফে চার পায়ে হাঁটা বা ধীর গতিতে চলাফেরা করা মেরুভালুকের পরিচিত দৃশ্য আমরা দেখি। কিন্তু এই ভিডিওতে ভিন্ন কৌশল অবলম্বন করেছে প্রাণীটি।


ভিডিওতে দেখা যায়, মেরুভালুকটি সোজা হেঁটে না গিয়ে পেটের ওপর শুয়ে সামনের পা ব্যবহার করে ধীরে ধীরে বরফের ওপর স্লাইড করছে। মনে হচ্ছে, সে যেন জানে বরফ অত্যন্ত ভঙ্গুর আর নিজের ওজন ফেললে তা ভেঙে পড়তে পারে। তাই কৌশল অবলম্বন করে নিরাপদে এগিয়ে যাচ্ছে।
ভিডিওটি এক্স–এর জনপ্রিয় অ্যাকাউন্ট Nature is Amazing পুনরায় শেয়ার করেছে, যা ইতিমধ্যেই ১৩ লাখের বেশি ভিউ পেয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা ছিল: “পাতলা বরফ ভেঙে যাওয়া এড়াতে মেরুভালুক স্লাইড করছে। প্রমাণ যে প্রাণীরা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান!”

?ref_src=twsrc%5Etfw">September 7, 2025


ভিডিওটি ঘিরে অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই প্রাণীটির বুদ্ধির প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, “এটি আবারও প্রমাণ করল যে প্রকৃতি নিজেই সমাধান বের করে নেয়, যা আমাদের কল্পনার চেয়েও বুদ্ধিদীপ্ত।” অন্য এক দর্শক লিখেছেন, “সত্যি বলতে, এটি আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটি। একই সঙ্গে এটি অসাধারণ টিকে থাকার বুদ্ধিমত্তাও দেখায়।”


আরেকজন মন্তব্য করেছেন, “মানুষ যদি এই প্রাণীদের অর্ধেক সচেতনতা নিয়েও বাঁচত, আমরা পৃথিবীকে অনেক বেশি যত্নের সঙ্গে ব্যবহার করতাম।” কেউ কেউ দৃশ্যটির মাধুর্যে মুগ্ধ হয়ে লিখেছেন, “এটি দেখতে যেন একটি বিশাল তুলতুলে শিশু বরফের মাঠে স্লাইড করছে।”

আরও পড়ুন: বিশ্বের দরবার ফের মুখ পুড়ল পাকিস্তানের, ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ আখ্যা দিলেন


তবে অনেকে ভিডিওটি দেখে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকেও মনে করেছেন। একজন মন্তব্য করেছেন, “চমৎকার ভিডিও, কিন্তু একই সঙ্গে এটি মনে করিয়ে দেয় যে মেরুভালুকেরা এখন সংগ্রাম করছে, কারণ বরফ আগের যেকোনও সময়ের চেয়ে দ্রুত গলছে।” অন্য আরেকজন লিখেছেন, “এটি একই সঙ্গে মিষ্টি এবং দুঃখজনক। এত বুদ্ধিদীপ্ত প্রাণীগুলোকে জলবায়ু পরিবর্তনের কারণে বেঁচে থাকার জন্য নতুন কৌশল শিখতে হচ্ছে।”
ভিডিও ঘিরে হাস্যরসও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। একজন রসিকতা করে লিখেছেন, “মানুষের আগে বরফে স্কেটিং আবিষ্কার করেছে মেরুভালুক।” অন্য একজন ঠাট্টা করেছেন, “ওটা কোনও মেরুভালুক নয়, ওটা আমি—রান্নাঘরে পা পিছলে পড়ার পরের দৃশ্য।”