আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত সময়, সেই সঙ্গে পাল্লা দিতে জীবন ব্যস্ত। তার মাঝেই সময় বের করে টুকটাক বেরিয়ে পড়া, ঘুরতে যাওয়া। কিন্তু দম্পতিকে ঘুরতে যাওয়ার মাশুল দিতে হল জীবন দিয়ে। মাঝরাস্তায় গুলি ঝাঁঝরা করে দিলো দু' জনকে। ঘটনাস্থল পশ্চিম মেক্সিকোর মিচোয়াকেন।
শনিবার সেখানকার কর্মকর্তারা ওই দম্পতির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানানো হয়েছে তাঁদের পিকআপ ট্রাকে আচমকা কয়েক রাউন্ড গুলি চলে। তাতেই প্রাণ যায় দম্পতির। তবে কে বা কারা এবং কোন উদ্দেশে এই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে, তা জনা যায়নি এখনও।
মিচোয়াকেনের আঙ্গামাকুটিরোতে বুধবার গভীর রাতে এই হাড়হিম করা ঘটনা ঘটেছে। শহরটি প্রতিবেশী রাজ্য গুয়ানাজুয়াতোর সীমান্তে অবস্থিত। মেক্সিকোর অন্যান্য জায়গার তুলনায়, ওই অঞ্চলে হত্যার পরিমাণ বেশি, তথ্য তেমনটাই।
জানা গিয়েছে, নিহতদের নাম রাফায়েল কার্ডোনা এবং গ্লোরিয়া আমব্রিজ। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো থেকে তাঁরা ওই শহরে বেড়ানোর জন্য গিয়েছিলেন। কার্ডোনা ওই শহরের মেয়রের শ্যালক বলেও জানিয়েছে স্থানীয় সংবাদসংস্থা। ঘটনায় শহরের একাধিক ক্রিসমাস আয়োজন বাতিল করা হয়েছে বলেও জানা গিয়েছে।
