আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত লন্ডন সাউথএন্ড বিমানবন্দরে রবিবার বিকেলে একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে বড় পরিসরে জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয় এবং একাধিক নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়। ঘটনাটি বিকেল ৪টার কিছু আগে ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এসেক্স পুলিশ জানায়, তারা বিকেল ৩:৫৫ মিনিট নাগাদ সাউথএন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি সাধারণ বেসরকারি বিমান আগুন ধরে যাওয়ার খবর পায়। পুলিশের একজন মুখপাত্র বলেন, "আমরা সাউথএন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার স্থানে রয়েছি এবং উদ্ধার তৎপরতা আরও কয়েক ঘণ্টা ধরে চলবে। জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।"
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে চারটি জরুরি ইউনিট পাঠায়, যার মধ্যে ছিল একটি দ্রুত প্রতিক্রিয়া বাহন, একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল প্রতিক্রিয়া দল এবং একজন প্যারামেডিক। পাশাপাশি, এসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস সাউথএন্ড, রেলি ও বেসিলডন থেকে অন্তত পাঁচটি ইউনিট এবং বিলেরিকে ও চেল্মসফোর্ড থেকে অফ-রোড যান পাঠায়। সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “আজ দুপুরে বিমানবন্দরে একটি সাধারণ এভিয়েশন বিমানের সঙ্গে একটি গুরুতর ঘটনা ঘটেছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব আরও তথ্য জানানো হবে।”
আরও পড়ুন: পুতিনের প্রতি ক্ষোভে ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র, আসছে কঠোর নিষেধাজ্ঞা: ট্রাম্প
ঘটনার পর বিমানবন্দর সূত্র জানিয়েছে, রোববার বিকেলের অন্তত চারটি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা তাঁদের অবস্থা কী, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, বিমানবন্দরের ওপর দিয়ে আগুনের বিশাল গোলা আকাশে উঠছে। বিমানবন্দরটি লন্ডনের কেন্দ্র থেকে প্রায় ৩৫ মাইল (৫৬ কিমি) পূর্বে অবস্থিত।
দক্ষিণ পশ্চিম সাউথএন্ড ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে লেখেন, "আমি সবাইকে নিয়ে চিন্তিত, যাঁরা এই দুর্ঘটনায় জড়িত।" একইভাবে দক্ষিণএন্ড সিটি কাউন্সিলের সদস্য ম্যাট ডেন্ট লিখেছেন, “বর্তমানে যা জানা গেছে তা হলো একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। আমার প্রার্থনা জরুরি সেবার সঙ্গে যুক্ত সকল ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে রয়েছে।”
১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ঊঠানো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171, একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, ওঠার মাত্র ৩২ সেকেন্ড পরই বিধ্বস্ত হয়ে যায়। উড়ানের সময় উভয় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার প্রাথমিক রিপোর্টে উঠেছে, যা গুরুতর সংকটের সৃষ্টি করে । ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা গেছে—এক পাইলট অন্য পাইলটকে জিজ্ঞাসা করেছিলেন “তুমি কেন তেল বন্ধ করে দিলে?”, জবাবে অন্য পাইলট বলেন, “আমি করি নি” । দুর্ঘটনায় ২৪০ যাত্রীসহ মোট ২৬০ জন নিহত হন, শুধুমাত্র একজনই বেঁচে থাকেন ।
