আজকাল ওয়েবডেস্ক: খুড়তুতো, পিসতুতো, বা মামাতো ভাই-বোন। সম্পর্ক যাই হোক না কেন, ভাই-বোনের মধ্যে প্রেম, বিয়ে হতেই পারে। তুতো ভাই-বোনের বিয়ের রীতি রয়েছে পাকিস্তানে। এখনও ভাই-বোনের রোমান্টিক সম্পর্ক, বিয়ে ধুমধাম করে উদযাপন করা হয় পাকিস্তানের বহু জায়গায়। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বর্ন ইন ব্র্যাডফোর্ডের সমীক্ষা অনুযায়ী, যুক্তরাজ্যে বসবাসকারী ৩৭ শতাংশ পাকিস্তানি ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তুতো-ভাইবোনের মধ্যে বিয়ের চল যুক্তরাজ্যে এসেও বদলায়নি। এদিকে মাত্র এক শতাংশের কম ব্রিটিশ দম্পতি সম্পর্কে তুতো ভাই-বোন। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের সাড়ে ১৩ হাজার পরিবারের স্বাস্থ্যের পরীক্ষানিরীক্ষা চলাকালীন এমন তথ্য প্রকাশ্যে আসে। 

 

গবেষণায় জানা গেছে, খুব ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ের পরম্পরা উদযাপন করা হলেও, বংশানুক্রমিক রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা। দু'জনের মধ্যে একজনের কোনও বংশানুক্রমিক রোগ থাকলে, তুতো ভাই অথবা বোনকে বিয়ে করলে, সন্তানের মধ্যে সেই রোগ ছড়িয়ে পড়ে। দু'জনের জিনগত ত্রুটি শিশুটির মধ্যেও ছড়ায়। বিশেষত হার্টের সমস্যা দেখা যায় শিশুটির মধ্যে। 

 

তবে উত্তর ভারতে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিয়ের পরম্পরা নেই। তুতো ভাই-বোনের বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকী এক গোত্রের মধ্যেও বিয়ে দেওয়া হয় না। অন্যদিকে দক্ষিণ ভারতে ঘনিষ্ঠ আত্মীয়রাও বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকে তুতো ভাই-বোনের পাশাপাশি মাম-ভাগ্নীর মধ্যেও বিয়ের চল রয়েছে।