আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, স্বপ্নপূরণের কোনও বয়স হয় না। অ্যাডভেঞ্চারের নেশা কখনও ফিকে না। ১০২ বছর বয়সি বৃদ্ধার কীর্তি নতুন করে তা প্রমাণ করল। একশো বছর পার করে জীবনের শেষ স্বপ্নপূরণ করলেন ডরোথি স্মিথ।
১০২ বছর বয়সি বৃদ্ধা ছোট থেকেই অ্যাডভেঞ্চার-প্রিয়। ঘুরতে ভীষণ ভালবাসেন। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা ইতিমধ্যেই এশিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ ঘুরেছেন। বাকি ছিল অস্ট্রেলিয়া ভ্রমণ। অস্ট্রেলিয়ার সাতটি দেশ ভ্রমণ ছিল তাঁর শেষ ইচ্ছে। সম্প্রতি সেই স্বপ্ন সত্যি হল তাঁর। যদিও কৃতিত্ব দুই ইউটিউবারের।
চলতি বছর অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ার মিলি ভ্যালিতে ঘুরতে গিয়েছিলেন আমার ক্যান্ডিল ও স্ট্যাফন টেইলর। সেখানে গিয়ে ডরোথি স্মিথের সঙ্গে আলাপ হয় তাঁদের। কথোপকথনে জানতে পারেন ডরোথির শেষ ইচ্ছে অস্ট্রেলিয়া ভ্রমণ। এরপরই বৃদ্ধার ভ্রমণের জন্য একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সকলে মিলে উদ্যোগ নিয়ে গত সপ্তাহে বৃদ্ধাকে নিয়ে অস্ট্রেলিয়া যান।
ডরোথির সঙ্গী ছিল তাঁর মেয়ে। বিমানে সিডনিতে এসে, ক্রুজে করে অস্ট্রেলিয়া ভ্রমণ করেন তাঁরা। পছন্দের সাতটি দেশ ভ্রমণের পর ডরোথি জানান, অস্ট্রেলিয়ার আবহাওয়া ও প্রকৃতি মনোমুগ্ধকর। স্থানীয়রাও খুব ভাল মনের মানুষ। এতবছর পর অস্ট্রেলিয়া ঘুরে আবেগপ্রবণ বৃদ্ধা। দুই ইউটিউবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
