আজকাল ওয়েবডেস্ক: দীপাবলি, আলোর উৎসব। প্রতি বছরই এই আলোর উৎসবের আগে মনে করিয়ে দেন অনেকেই, উৎসব-উদযাপনের মাঝেও মনে থাকে অবলা প্রাণীদের কথা। কোনওভাবেই যেন আতশবাজির মাধ্যমে তাদের ক্ষতি না করা হয়। তবুও বারেবারে ফিরে আসে ভয়াবহ ঘটনা।
দীপাবলির উৎসবের মাঝেই ফের সামনে এসেছে এই ঘটনা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক কুকুরের লেজে আতশবাজি বাঁধছে। সেখানেই শেষ নয়, জ্বালিয়েও দেওয়া হয় সেটি। ভিডিওতে আরও এক ব্যক্তিকে দেখা গিয়েছে। যখন যুবক কুকুরের লেজ আতশবাজি বাঁধছিল, তখন অপর ব্যক্তি কুকুরটির কান ধরেছিল। আতশবাজি জ্বলতেই আতঙ্কে ছুটতে শুরু করে অবলা প্রাণীটি। সেই ঘটনাও স্পষ্ট ধরা পড়েছে ভিডিওতে। কুকুরটি জখম হয়েছে বলেও জানা গিয়েছে।
ऐसे Hहरामियों पर सख्त से सख्त कार्रवाई की जाए
— Adv Jony Ambedkarwadi ???????? (@TheJonyVerma)
इस बेजुबान प्राणी ने इस hहारामी का क्या बिगाड़ा था ??
अगर इसके भी पिछवाड़े में ऐसे ही बम लगा दिया जाए तो उसको तब पता चलेगा उसका दर्द
अगर यह म****** कहीं पर भी मिले इसे पुलिस के हवाले करो !!
RT करो तब तक ...जब तक यह पकड़ा ना जाए ???? pic.twitter.com/wDW9j1Jnz4Tweet by @TheJonyVerma
ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। ভিডিওতে দেখা গিয়েছে যে যুবককে, তার কঠোর শাস্তি দাবি করছেন অনেকেই। তাদের দাবি, ওই যুবক ইচ্ছাকৃতভাবেই কুকুরটির ক্ষতি করেছে। যেহেতু ঘটনাটি আসলে কোথায় ঘটেছে, সেটি এখনও স্পষ্ট জানা যায়নি। নেটিজেনরা বলছেন যত বেশি সম্ভব ওই ভিডিও ছড়িয়ে দিতে সমাজমাধ্যমে, যাতে দ্রুত খোঁজ মেলে ওই যুবকের।
অনেকেই ওই যুবকের সঙ্গে আতশবাজি বেঁধে দেওয়ার কথা বলেছেন ক্ষুব্ধ হয়ে, বলছেন তাহলেই একমাত্র বুঝতে পারবে, ওই কুকুরের সঙ্গে ঠিক কী ঘটিয়েছে সে। পেটা ইন্ডিয়াও সমাজমাধ্যমে বিস্তারিত তথ্য চেয়েছে। নিজেদের যোগাযোগের নম্বরও দিয়েছে। জানিয়েছে, ৯৮২০১ ২২৬০২ নম্বরে ওই ঘটনার বিস্তারিত তথ্য জানা থাকলে জানাতে অনুরোধ করেছে।
