আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মহারাষ্ট্রে এক কিশোর সোশ্যাল মিডিয়ার জন্য একটি রিল শ্যুট করার সময় ডুবে মারা যায়। মহারাষ্ট্রের ভান্ডারা জেলার ঘটনা৷ ১৭ বছর বয়সী এক কিশোর সোশ্যাল মিডিয়ার জন্য একটি রিল শ্যুট করার সময় ডুবে মারা যায়। সূত্রে জানা গিয়েছে তার বন্ধুরা অভিনয় ভেবে ভুল করে ঘটনাটি রেকর্ড করতে থাকে। রবিবার সন্ধ্যায় পাওনি তালুকের আদিয়াল থানার আওতাধীন চুলহাড় কৃষিজমি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনা ঘিরে চাঞ্চল্য চারিদিকে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে নিহত যুবক তীর্থরাজ বরসাগাড়ে। সোনেগাঁওয়ের বাসিন্দা এই যুবক ভিডিও কন্টেন্ট তৈরি এবং অনলাইনে শেয়ার করার জন্য পরিচিত ছিল। এই ঘটনাকে অভিনয় ভেবে ভুল করে ঘটনাটি রেকর্ড করতে থাকে। রবিবার সন্ধ্যায় পাওনি তালুকের আদিয়াল থানার আওতাধীন চুলহাড় কৃষিজমি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

তীর্থরাজ জলভরা গর্তে সাঁতার কাটার সময় একটি রিল ভিডিওর পরিকল্পনা করে। জলে নামার আগে, সে তার বন্ধুদের হাতে মোবাইল ফোনটি দেয়। জলাশয়ের গভীরতা সম্পর্কে ভুল ধারণা ছিল যুবকের। যখন সে অসহায় হয়ে সাহায্যের জন্য চিৎকার করে, তখন তার বন্ধুরা ধরে নিয়েছিল যে এটি রিলস এর জন্য করছে। জলের উপরে থাকার মরিয়া চেষ্টা সত্ত্বেও কোনও লাভ হয়নি। পরিস্থিতি বুঝে ওঠার আগে অনেক দেরি হয়ে যায়। পুরো ঘটনা অসাবধানতাবশত তাদের মোবাইল ফোনে ধারণ করা হয়। খবর মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করার সময় তীর্থরাজ ডুবে মারা যায়। আদিয়াল পুলিশ স্টেশনের কর্মকর্তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন। এই মর্মান্তিক ঘটনা সোশ্যাল মিডিয়ার কার্যকলাপের উপর ফের প্রশ্ন তোলে৷